মুক্তির শপথে তোমাকে জেনেছি স্বাধীনতা
অর্জনের সুখ যুগ যুগ ধরে
ধারণ করেছি এই হৃদয়ে।
আবেগের আকাশে বিশ্বাস আর মনোবলে
দুঃখ-গ্লানি মুছে নিলাম আপাদমস্তক।
ভোরের সূর্যের ছড়ানো খুশির রোদ্দুরে,
মধ্যাহ্নের দখিনা হাওয়ায়,
গোধূলির পাখি কলতানে কিংবা
দিঘির জলের সুগভীর স্বচ্ছতায়
তোমাকেই খুঁজেছি স্বাধীনতা!
বিদ্রোহের ঔদ্ধত্য ছেড়ে চাইনি কখনো
নিন্দুকের ছিটেফোঁটা সহানুভূতি।
উচ্ছৃঙ্খলতার নাগপাশ ছিঁড়ে
ফেলতে চাই এবার স্বস্তির নিঃশ্বাস।
তাই তো ছলাকলা আর কৌশলের
ক্ষীণ শিখায় গড়া কুটিল স্বপ্নগুলো
ফেলেছি পরিত্যক্ত জঞ্জালে।
দুর্নীতির ঢেউহীন প্লাবনে
বলো আর ভাসব কতকাল?
তন্দ্রাচ্ছন্ন উভচরের মতো কণ্ঠের শীতলতায়
নিশ্চুপ রবো আর কত যুগ?
শিউরে ওঠা খবরে, মানববন্ধনে,
দুঃখের পারাবত হয়ে আর উড়ব কত দিন
বলো তো স্বাধীনতা?
প্রসন্নচিত্তে হাত বাড়ানো স্বার্থহীন চেতনার
নির্লোভ অধিনায়ক চাই আবারও,
বাসন্তী গাঁদার শোভায়, অকৃত্রিম ভালোবাসায়,
নির্মল পরিবেশে হেঁটে বেড়াতে চাই আমৃত্যু।
অন্তরের পাপহীন পাণ্ডুলিপি
মেলে ধরে চলো এগোই এবার
জ্বালাময় সংঘাত পেরিয়ে...।
অর্জনের সুখ যুগ যুগ ধরে
ধারণ করেছি এই হৃদয়ে।
আবেগের আকাশে বিশ্বাস আর মনোবলে
দুঃখ-গ্লানি মুছে নিলাম আপাদমস্তক।
ভোরের সূর্যের ছড়ানো খুশির রোদ্দুরে,
মধ্যাহ্নের দখিনা হাওয়ায়,
গোধূলির পাখি কলতানে কিংবা
দিঘির জলের সুগভীর স্বচ্ছতায়
তোমাকেই খুঁজেছি স্বাধীনতা!
বিদ্রোহের ঔদ্ধত্য ছেড়ে চাইনি কখনো
নিন্দুকের ছিটেফোঁটা সহানুভূতি।
উচ্ছৃঙ্খলতার নাগপাশ ছিঁড়ে
ফেলতে চাই এবার স্বস্তির নিঃশ্বাস।
তাই তো ছলাকলা আর কৌশলের
ক্ষীণ শিখায় গড়া কুটিল স্বপ্নগুলো
ফেলেছি পরিত্যক্ত জঞ্জালে।
দুর্নীতির ঢেউহীন প্লাবনে
বলো আর ভাসব কতকাল?
তন্দ্রাচ্ছন্ন উভচরের মতো কণ্ঠের শীতলতায়
নিশ্চুপ রবো আর কত যুগ?
শিউরে ওঠা খবরে, মানববন্ধনে,
দুঃখের পারাবত হয়ে আর উড়ব কত দিন
বলো তো স্বাধীনতা?
প্রসন্নচিত্তে হাত বাড়ানো স্বার্থহীন চেতনার
নির্লোভ অধিনায়ক চাই আবারও,
বাসন্তী গাঁদার শোভায়, অকৃত্রিম ভালোবাসায়,
নির্মল পরিবেশে হেঁটে বেড়াতে চাই আমৃত্যু।
অন্তরের পাপহীন পাণ্ডুলিপি
মেলে ধরে চলো এগোই এবার
জ্বালাময় সংঘাত পেরিয়ে...।