জীবনের অন্তিম রহস্যের অন্তরালে
লুকিয়ে আছে বুকফাটা আর্তনাদ।
বেদনার্ত জীবনের ধূসর স্মৃতি আড়াল করে
মধুমাখা স্মৃতির বুলি বারবার জেগে তোলা,
এই যেন এক অদ্ভুত আত্মভোলা।
মধুর পরশে বিবর্ণ কাল ভেসে যায় কালস্রোতে।
বিনিদ্র রক্তচক্ষু উপেক্ষা করে সুখের সাথি,
কালরাত্রির সেই কালো ছোঁয়া,
তীক্ষ নখের তীব্র আঁচড় সেই বিবর্ণ কাল
তবু বারবার মানসপটে ভেসে ওঠে।
লুকিয়ে আছে বুকফাটা আর্তনাদ।
বেদনার্ত জীবনের ধূসর স্মৃতি আড়াল করে
মধুমাখা স্মৃতির বুলি বারবার জেগে তোলা,
এই যেন এক অদ্ভুত আত্মভোলা।
মধুর পরশে বিবর্ণ কাল ভেসে যায় কালস্রোতে।
বিনিদ্র রক্তচক্ষু উপেক্ষা করে সুখের সাথি,
কালরাত্রির সেই কালো ছোঁয়া,
তীক্ষ নখের তীব্র আঁচড় সেই বিবর্ণ কাল
তবু বারবার মানসপটে ভেসে ওঠে।