সাহসের ব্যালকনিতে রোদ পোহাই রোজ
আশাবৃক্ষের লতাগুল্ম সবুজের মহরত দেয়
বুকের সিলিন্ডার থেকে নিঃশ্বাস নিয়ে
কাকাতুয়া-স্বপ্ন ওড়তে থাকে এগাছ-ওগাছ
লাল কৃষ্ণচূড়ার দামে কিনেছি যে ট্রানজিট
সেখানে আজও ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস
কিংবা মিষ্টিছন্দের ঢেউতোলা কষ্টের ট্রেন
বিনিদ্র আকাশে জেগে থাকে চাঁদের ফসিল
মাটির ঘ্রাণের মতো যে পুলক জড়িয়েছিলাম বুকে
বসতি জমিনে রোপণ করেছিলাম পূর্বপুরুষের প্রত্যয়
সেখানে জেঁকে বসেছে দস্যুদের হাট
প্রলুব্ধ প্রলয়নাচে বাইজির নগ্ন পায়ে
কফিধোঁয়ায় উড়ে যায় মৌনতার মেঘ
বেলোয়াড়ি-চৌকাঠজুড়ে দাঁতাল দুঃস্বপ্নের র্যালি।
আশাবৃক্ষের লতাগুল্ম সবুজের মহরত দেয়
বুকের সিলিন্ডার থেকে নিঃশ্বাস নিয়ে
কাকাতুয়া-স্বপ্ন ওড়তে থাকে এগাছ-ওগাছ
লাল কৃষ্ণচূড়ার দামে কিনেছি যে ট্রানজিট
সেখানে আজও ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস
কিংবা মিষ্টিছন্দের ঢেউতোলা কষ্টের ট্রেন
বিনিদ্র আকাশে জেগে থাকে চাঁদের ফসিল
মাটির ঘ্রাণের মতো যে পুলক জড়িয়েছিলাম বুকে
বসতি জমিনে রোপণ করেছিলাম পূর্বপুরুষের প্রত্যয়
সেখানে জেঁকে বসেছে দস্যুদের হাট
প্রলুব্ধ প্রলয়নাচে বাইজির নগ্ন পায়ে
কফিধোঁয়ায় উড়ে যায় মৌনতার মেঘ
বেলোয়াড়ি-চৌকাঠজুড়ে দাঁতাল দুঃস্বপ্নের র্যালি।