রাজিনা চৌধুরী
আমি জানি তুমি স্বাধীনতা এ পৃথিবীর আশ্চর্য সুন্দর প্রতিচ্ছায়া তবুও কুড়াই আনন্দ ও বিষাদ যুগল। শঙ্কিত থাকি, শিশিরবিন্দুতে পা দিতে গিয়ে না বিচারবিহীন গলিত লাশে পা দিই। ভোরের সূর্যরেখা শুষে নিচ্ছে নিটোল শিশিরকে লিখতে ভয় হয় যদি বাসস্থান হয়ে যায় কারাগার। এমন উভয়সংকটে আমি মন্ত্রমুগ্ধবৎ। সৃষ্টির নৃত্যে দেখি পরম সুন্দরের রূপ। স্বাধীনতা তুমি কি জানো? হাঙ্গরের নিচের চোয়ালের মতো দূরবর্তী পর্বতের সারি বিষদাঁত উদোম উঁচিয়ে আমার দিকে আমার অবয়ব ছোট হতে হতে কাক হয়ে যাচ্ছে। আমার কলম কি আলোয় উদ্ভাসিত ফুলের তুলনা লিখবে ? শূন্য হাঁড়িতে আমি কি স্বর্গ সৃষ্টিতে বিভোর থাকতে পারি? তবু ওল্টানো হিরের মতো সকাল, দরজার পাশে কার সাথে যেন গুনগুন করছে এক লোক স্বাধীনতা তোমার নাকি জন্মদিন আজ, শুভ জন্মদিন তোমায় স্বাধীনতা।
আমি জানি তুমি স্বাধীনতা এ পৃথিবীর আশ্চর্য সুন্দর প্রতিচ্ছায়া তবুও কুড়াই আনন্দ ও বিষাদ যুগল। শঙ্কিত থাকি, শিশিরবিন্দুতে পা দিতে গিয়ে না বিচারবিহীন গলিত লাশে পা দিই। ভোরের সূর্যরেখা শুষে নিচ্ছে নিটোল শিশিরকে লিখতে ভয় হয় যদি বাসস্থান হয়ে যায় কারাগার। এমন উভয়সংকটে আমি মন্ত্রমুগ্ধবৎ। সৃষ্টির নৃত্যে দেখি পরম সুন্দরের রূপ। স্বাধীনতা তুমি কি জানো? হাঙ্গরের নিচের চোয়ালের মতো দূরবর্তী পর্বতের সারি বিষদাঁত উদোম উঁচিয়ে আমার দিকে আমার অবয়ব ছোট হতে হতে কাক হয়ে যাচ্ছে। আমার কলম কি আলোয় উদ্ভাসিত ফুলের তুলনা লিখবে ? শূন্য হাঁড়িতে আমি কি স্বর্গ সৃষ্টিতে বিভোর থাকতে পারি? তবু ওল্টানো হিরের মতো সকাল, দরজার পাশে কার সাথে যেন গুনগুন করছে এক লোক স্বাধীনতা তোমার নাকি জন্মদিন আজ, শুভ জন্মদিন তোমায় স্বাধীনতা।