স্বাধীনতা আমার মায়ের হাসি
বোনের রাঙা খাতা
স্বাধীনতা আমার বাবার স্বপ্ন
ভায়ের শোকগাথা।
স্বাধীনতা আমার সবুজ বাংলা
সবুজ শোভা বেশ
স্বাধীনতা আমার পাখির গান
সোনার প্রিয় দেশ।
স্বাধীনতা আমার রাখাল ভায়ের
মধুর মিষ্টি বাঁশি
স্বাধীনতা আমার সরল দাদির
কতই রাঙা হাসি।
স্বাধীনতা আমার গাঁয়ের বধূ
কলসি কাঁখে হাঁটে
স্বাধীনতা আমার গাঁয়ের চাষি
গাঁয়ের ধানি মাঠে।
স্বাধীনতা আমার খোকা খুকুর
খেলনা গাড়ি হাতে
স্বাধীনতা আমার পাঠশালাতে
পড়ায় সুখে মাতে।
স্বাধীনতা আমার শাপলা শালুক
ইলিক ঝিলিক কী যে
স্বাধীনতা আমার অন্তরে দোলা
ভাবুক কবি নিজে।
বোনের রাঙা খাতা
স্বাধীনতা আমার বাবার স্বপ্ন
ভায়ের শোকগাথা।
স্বাধীনতা আমার সবুজ বাংলা
সবুজ শোভা বেশ
স্বাধীনতা আমার পাখির গান
সোনার প্রিয় দেশ।
স্বাধীনতা আমার রাখাল ভায়ের
মধুর মিষ্টি বাঁশি
স্বাধীনতা আমার সরল দাদির
কতই রাঙা হাসি।
স্বাধীনতা আমার গাঁয়ের বধূ
কলসি কাঁখে হাঁটে
স্বাধীনতা আমার গাঁয়ের চাষি
গাঁয়ের ধানি মাঠে।
স্বাধীনতা আমার খোকা খুকুর
খেলনা গাড়ি হাতে
স্বাধীনতা আমার পাঠশালাতে
পড়ায় সুখে মাতে।
স্বাধীনতা আমার শাপলা শালুক
ইলিক ঝিলিক কী যে
স্বাধীনতা আমার অন্তরে দোলা
ভাবুক কবি নিজে।