এবার ইউক্রেনের ন্যাটো সদস্য হওয়ার আবেদনের প্রতি সমর্থন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পাশাপাশি দুই দেশকেই শান্তি আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় শনিবার তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এরদোয়ান। এক খবরে জানায় আল জাজিরা। যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, ইউক্রেন যে ন্যাটোর সদস্যপদ পাওয়ার যোগ্য তাতে কোনো সন্দেহ নেই, তবে দুই পক্ষেরই শান্তি আলোচনায় ফিরে যাওয়া উচিত।
এ ছাড়া রয়টার্স বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, তুর্কি এই নেতা বলেন, “একটি ন্যায্য শান্তি কোনো পরাজয় সৃষ্টি করে না। এদিকে আগামী মঙ্গলবার লিথুয়ানিয়ার ভিলনিয়াসে শুরু হতে যাওয়া গুরুত্বপূর্ণ ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে এরদোয়ানের এই সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
এরদোয়ানের সাথে আলোচনার বিষয়ে এক টুইট বার্তায় জেলেনস্কি জানান, “আমি ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বে তুরস্কের সমর্থনের জন্য কৃতজ্ঞ।“
চলতি সপ্তাহে অনুষ্ঠিতব্য ন্যাটো সামরিক জোটের শীর্ষ সম্মেলনকে সামনে রেখে ইউক্রেনের ন্যাটো সদস্যপদের সমর্থনের জন্য চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া এবং বুলগেরিয়া সফর করেছিলেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে ইউক্রেন ন্যাটো সদস্য হতে পারবে কিনা তা এখনও অস্পষ্ট।
এদিকে ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে অনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে শস্য চুক্তি নবায়ন সংক্রান্ত আলোচনা করতে বর্তমানে তুরস্কে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক নিবিড় পর্যবেক্ষণে আছে মস্কোর।
ঠিকানা/এম
স্থানীয় সময় শনিবার তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এরদোয়ান। এক খবরে জানায় আল জাজিরা। যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, ইউক্রেন যে ন্যাটোর সদস্যপদ পাওয়ার যোগ্য তাতে কোনো সন্দেহ নেই, তবে দুই পক্ষেরই শান্তি আলোচনায় ফিরে যাওয়া উচিত।
এ ছাড়া রয়টার্স বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, তুর্কি এই নেতা বলেন, “একটি ন্যায্য শান্তি কোনো পরাজয় সৃষ্টি করে না। এদিকে আগামী মঙ্গলবার লিথুয়ানিয়ার ভিলনিয়াসে শুরু হতে যাওয়া গুরুত্বপূর্ণ ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে এরদোয়ানের এই সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
এরদোয়ানের সাথে আলোচনার বিষয়ে এক টুইট বার্তায় জেলেনস্কি জানান, “আমি ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বে তুরস্কের সমর্থনের জন্য কৃতজ্ঞ।“
চলতি সপ্তাহে অনুষ্ঠিতব্য ন্যাটো সামরিক জোটের শীর্ষ সম্মেলনকে সামনে রেখে ইউক্রেনের ন্যাটো সদস্যপদের সমর্থনের জন্য চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া এবং বুলগেরিয়া সফর করেছিলেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে ইউক্রেন ন্যাটো সদস্য হতে পারবে কিনা তা এখনও অস্পষ্ট।
এদিকে ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে অনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে শস্য চুক্তি নবায়ন সংক্রান্ত আলোচনা করতে বর্তমানে তুরস্কে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক নিবিড় পর্যবেক্ষণে আছে মস্কোর।
ঠিকানা/এম