ফেসবুকভিত্তিক এসএসএস গ্রুপের জমজমাট ঈদ মেলা

প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ১২:০০ , অনলাইন ভার্সন
সাবকন্টিনেন্ট সোস্যাল স্পেস (এসএসএস) একটি সদ্য সংগঠিত ফেসবুক ভিত্তিক গ্রুপ গত ১৬ মার্চ শনিবার কুইন্সের আল-আকসা পার্টি হলে দিনব্যাপী একটি জমজমাট ঈদ মেলার আয়োজন করে। মেলাতে এসএসএস গ্রুপের এডমিন খাদিজা ইসলাম, মডারেটর এষনা আশেক খান, মডারেটর ফারজানা রশিদসহ ৪০ জনের মত বিক্রেতা/ব্যবসা প্রতিষ্ঠানের মালিকগণ উপস্থিত ছিলেন। এই মেলায় তারা পোশাক, গয়না এবং আনুষাঙ্গিকসহ বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করেন। আসন্ন ঈদকে সামনে রেখে মেলাতে প্রচুর বাংলাদেশিদের সমাগম ঘটে। তারা সবাই সারাদিন কেনাকাটা ও আনন্দে মেতে থাকেন। মেলাতে র‌্যাফেল ড্র’রও আয়োজন করা হয়েছিল, যেখানে প্রথম পুরষ্কার ছিল ৫০ ইঞ্চি এলসিডি টিভি। মেলাতে বাচ্চাদের জন্য স্ন্যাকস এবং ইফতারের সময় বিক্রেতা এবং গ্রাহকদের জন্য খেজুর ও পানির ব্যবস্থা করা হয়। মেলার কার্যক্রম খুব সুন্দরভাবে পরিচালিত হয়-যা সর্বমহলে প্রশংসা পায়।
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041