ডক্টরেট উপাধি পেলেন বেলাল

প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ১৮:০৫ , অনলাইন ভার্সন
বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ ও বিশিষ্ট ব্যবসায়ী বেলায়েত হোসেন বেলাল ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ‘ওভাল বাইবেল কলেজ’ থেকে অনারারি ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। সার্টিফিকেট গ্রহন করেন। গত ১৫ মার্চ শুক্রবার নিউইয়র্কের উডসাইডে গুলশান টেরেসে বণার্ঢ্য এক অনুষ্ঠানে বেলায়েত হোসেন বেলালের হাতে ডক্টরেট ডিগ্রির সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত সবাই করতালি দিয়ে বেলায়েত হোসেন বেলালকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়াও বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিশিষ্ট ব্যবসায়ী বেলায়েত হোসেন বেলাল নিউইয়র্কে স্বনামধন্য ট্রাভেল ব্যবসা প্রতিষ্ঠান বাংলা ট্রাভেল ও ডিজিটাল ওয়ান ট্রাভেলের কর্ণধার। সম্প্রতি ২৫ বছরে পদার্পণ করেছে বাংলা ট্রাভেল। এ উপলক্ষে গত ১৫ মার্চ শুক্রবার গুলশান টেরেসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বেলালকে অনারারি ডক্টরেট ডিগ্রির সার্টিফিকেট তুলে তেওয়া হয়। 

নিউইয়র্ক : অনুষ্ঠানে সাবেক এমপি এম এম শাহীনসহ বিশিষ্টজনেরা। 

অনুষ্ঠানে এমিরেটস এয়ারলাইনস, কাতার এয়ারওয়েজ, কুয়েত এয়ারওয়েজ, এয়ার ইন্ডিয়া ও সৌদি এয়ারলাইন্সের প্রতিনিধিদের হাতে বাংলা ট্রাভেলস’র পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন বেলায়েত হোসেন বেলাল। 
অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল।
উল্লেখ্য, বাংলা ট্রাভেলের কর্ণধার বেলায়েত হোসেন বেলাল ট্রাভেল ব্যবসার পাশাপাশি যুক্তরাষ্ট্রের একজন আমদানিকারক। তিনি ট্রাভেল ও ইমিগ্রেশন বিষয়ক বিভিন্ন টেলিভিশন টকশো’র নিয়মিত আলোচক। জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। সর্বশেষ তিনি ছিলেন সংগঠনটির অন্যতম নির্বাচন কমিশনার। 
নিউইয়র্কে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অবস্থিত বাংলা ট্রাভেলে এয়ার টিকেট ছাড়াও বিশ্বভ্রমণে সহায়তা দেওয়া হয়। বিভিন্ন দেশের ভিসা সহায়তা দেওয়া হয় এখান থেকেই। যুক্তরাষ্ট্রের পাসপোর্ট সেবাও পাওয়া যায় বাংলা ট্রাভেল থেকে। এছাড়া এখানে রয়েছে মানি ট্রান্সফার সুবিধা। রয়েছে ইমিগ্রেশন সহায়তা। এছাড়া বাংলা ট্রাভেলে রয়েছে মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্যের বিশাল সমারোহ। 
দীর্ঘ প্রবাস জীবনের অধিকারী বেলায়েত হোসেন বেলাল ব্যক্তিগত জীবনে এক ছেলে ও এক মেয়ের জনক। স্ত্রী, ছেলে-মেয়ে নিয়ে বসবাস করেন নিউইয়র্কের লং আইল্যান্ডে। 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041