বাফেলোতে দুষ্কৃতকারীদের হাতে বাংলাদেশি খুন

প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ১৪:৩০ , অনলাইন ভার্সন
বাফেলোতে মোহাম্মদ সামাদ নামের এক বাংলাদেশি যুবক দুষ্কৃতকারীদের হাতে খুন হয়েছেন।  ডেথ সার্টিফিকেট অনুযায়ী জানা গেছে, মোহাম্মদ সামাদ তার স্কাফ অ্যাভিনিউয়ের বাসা থেকে গত ২ জুলাই রোবার রাতে বের হয়েছিলেন। তার বাসা থেকে সামান্য দূরত্বের একটি রাস্তায় তাকে দুষ্কৃতিকারীরা খুন করে। প্রাপ্ত খবরে জানা গেছে, ৩ জুলাই সোমবার সকালে পুলিশ মাসটেন ডিস্ট্রিক্টে তার বাসায় এসে পরিবারের সদস্যদের জানান যে, সামাদ নামে ৩৭ বছরের ছেলের লাশ হিমাগারে আছে। তার মা ও আত্মীয় স্বজন এসে ইমিএমসি হাসপাতালের হিমাগারে সামাদের লাশ শনাক্ত করেন। সামাদের মৃত্যুর কারণ জানা যায়নি।

এদিকে ৫ জুলাই বুধবার বাদ মাগরিব মোহাম্মদ সামাদের জানাজা নামাজ ব্রুকলিনের বাংলাদেশ মসজিদ সেন্টার জামে (105 Cortelyou road, Brooklyn, NY 11218) মসজিদে অনুষ্ঠিত হবে। 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041