দুইবার বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউডের বর্ষীয়ান গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। প্রথম বিয়ে টেকেনি। এরপর করেন দ্বিতীয় বিয়ে। দীর্ঘ সময় পেরিয়ে যাবার পর এবার প্রথম বিয়ে না টেকার কারণ প্রসঙ্গে মিডিয়ায় মুখ খুলেছেন এ সেলিব্রেটি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে জাভেদ বলেন, আমার প্রথম স্ত্রী চিত্রনাট্যকার হানি ইরানি। তার সঙ্গে আমার সাংসারিক জীবন সুখের ছিল। কিন্তু আমার কারণেই ভেঙে যায় সে সম্পর্ক।
জাভেদ আরও বলেন, প্রথম বিয়ে না টেকার কারণ ছিল মদ্যপান। আমি ২০ বছর বয়স থেকেই মদ খাওয়া শুরু করি। প্রতিদিন এক বোতল মদ খেতাম। মাতাল হলে আমি বাজে ভাষায় কথা বলতে শুরু করতাম। যা মেনে নিতে পারেনি হানি।
প্রথম সংসার ভেঙে যাওয়ার আফসোস করে জাভেদ বলেন, উর্দু কবিদের মধ্যে মদ্যপানে অভ্যাসের প্রচলন ছিল। অল্প বয়সে আমিও সেটা অনুসরণ করেছিলাম। তবে এখন বুঝি, আমি ভুল করেছিলাম। হানি আর আমার সংসারে ফারহান আর জোয়া আসে। দীর্ঘ ১১ বছর আমার মদ্যপানের বদ অভ্যাস সহ্য করেছিল ও (হানি)। তারপর আর পারেন।
১৯৮৪ সালে বলিউড অভিনেত্রী শাবানা আজমিকে বিয়ে করেন জাভেদ। দ্বিতীয় এ বিয়েতেও মদ্যপানের অভ্যাস কাটাতে পারেননি তিনি। শাবানাও দীর্ঘ সময় এ বদঅভ্যাস সহ্য করেন। বারবারই এ বদঅভ্যাস থেকে বেরিয়ে আসার কথা বলেন। সব মিলিয়ে হানির বিচ্ছেদ আর সুস্থ জীবনে ফিরে আসার তাগিদে ৪২ বছর বয়সে সেই বদঅভ্যাসের ইতি টানেন ‘ম্যায় হু না’ গানের এ গীতিকার। দীর্ঘ ৪০ বছর শাবানার সঙ্গেই আছেন। তবে প্রথম স্ত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন জাভেদ আখতার।
ঠিকানা/ছালিক
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে জাভেদ বলেন, আমার প্রথম স্ত্রী চিত্রনাট্যকার হানি ইরানি। তার সঙ্গে আমার সাংসারিক জীবন সুখের ছিল। কিন্তু আমার কারণেই ভেঙে যায় সে সম্পর্ক।
জাভেদ আরও বলেন, প্রথম বিয়ে না টেকার কারণ ছিল মদ্যপান। আমি ২০ বছর বয়স থেকেই মদ খাওয়া শুরু করি। প্রতিদিন এক বোতল মদ খেতাম। মাতাল হলে আমি বাজে ভাষায় কথা বলতে শুরু করতাম। যা মেনে নিতে পারেনি হানি।
প্রথম সংসার ভেঙে যাওয়ার আফসোস করে জাভেদ বলেন, উর্দু কবিদের মধ্যে মদ্যপানে অভ্যাসের প্রচলন ছিল। অল্প বয়সে আমিও সেটা অনুসরণ করেছিলাম। তবে এখন বুঝি, আমি ভুল করেছিলাম। হানি আর আমার সংসারে ফারহান আর জোয়া আসে। দীর্ঘ ১১ বছর আমার মদ্যপানের বদ অভ্যাস সহ্য করেছিল ও (হানি)। তারপর আর পারেন।
১৯৮৪ সালে বলিউড অভিনেত্রী শাবানা আজমিকে বিয়ে করেন জাভেদ। দ্বিতীয় এ বিয়েতেও মদ্যপানের অভ্যাস কাটাতে পারেননি তিনি। শাবানাও দীর্ঘ সময় এ বদঅভ্যাস সহ্য করেন। বারবারই এ বদঅভ্যাস থেকে বেরিয়ে আসার কথা বলেন। সব মিলিয়ে হানির বিচ্ছেদ আর সুস্থ জীবনে ফিরে আসার তাগিদে ৪২ বছর বয়সে সেই বদঅভ্যাসের ইতি টানেন ‘ম্যায় হু না’ গানের এ গীতিকার। দীর্ঘ ৪০ বছর শাবানার সঙ্গেই আছেন। তবে প্রথম স্ত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন জাভেদ আখতার।
ঠিকানা/ছালিক