আনজানা ডালিয়া
একদিন জানালা গলে এই অদৃশ্য আমি তোমার পাশে গিয়ে দাঁড়াব
চেনা শ্যাম্পুর গন্ধে তুমি চমকে উঠবে,
ছুঁয়ে দেব কানের লতি,
খুলে নেব মধ্যমার সোনার আংটিখানা,
যেটা আমার পছন্দে গড়া ছিল।
তুমি রুমের প্রতিটা ধূলিকণায় খুঁজে ফিরবে আমায়
আমার জন্য বরাদ্দ করা সময় শেষ,
ফিরে যেতে হবে তুলোমেঘের সঙ্গী হয়ে
ফেরার সময় কি-বোর্ডের ঠিক মাঝখানটায় রেখে আসব তোমার দেওয়া রক্তপ্রবাল।
একদিন জানালা গলে এই অদৃশ্য আমি তোমার পাশে গিয়ে দাঁড়াব
চেনা শ্যাম্পুর গন্ধে তুমি চমকে উঠবে,
ছুঁয়ে দেব কানের লতি,
খুলে নেব মধ্যমার সোনার আংটিখানা,
যেটা আমার পছন্দে গড়া ছিল।
তুমি রুমের প্রতিটা ধূলিকণায় খুঁজে ফিরবে আমায়
আমার জন্য বরাদ্দ করা সময় শেষ,
ফিরে যেতে হবে তুলোমেঘের সঙ্গী হয়ে
ফেরার সময় কি-বোর্ডের ঠিক মাঝখানটায় রেখে আসব তোমার দেওয়া রক্তপ্রবাল।