৫০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০৪:০২ , অনলাইন ভার্সন
বাজারে সংকট মোকাবিলায় ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি লিটার ১৫৫ টাকা ৯৭ পয়সা দরে কেনা হবে এই তেল। একই সঙ্গে ৬ হাজার টন মসুর ডালও কেনা হবে। প্রতি কেজির দাম পড়বে ১০৪ টাকা ৯০ পয়সা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব দুটি অনুমোদন দেওয়া হয়।

আরেক প্রস্তাবে ৮ হাজার টন চিনি কেনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। প্রতি কেজি ১৩৪ টাকা ৫০ পয়সা দরে কেনা হবে এই পণ্য। এ ছাড়া রাশিয়া থেকে প্রতি টন ২৮৮ মার্কিন ডলার দরে তিন লাখ টন গম কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। প্রতি টন সারের দাম পড়বে ৫৮১ মার্কিন ডলার।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041