ইফতার মাহফিলে প্রধান ৩ দলের  নেতাদের মিলনমেলা

প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০৩:৪৯ , অনলাইন ভার্সন
দেশের প্রধান তিনটি রাজনৈতিক দল–আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতার অংশগ্রহণে ইফতার মাহফিল অপূর্ব রাজনৈতিক সৌহার্দ্যের মিলনমেলায় পরিণত হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে রাজধানীর একটি হোটেলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে আওয়ামী লীগের একাধিক প্রেসিডিয়াম সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

সবাইকে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে এসপিএল প্রকল্পের চিফ অব পার্টি ডানা এল ওল্ডস বলেন, দলগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকতেই পারে, রাজনৈতিক সহনশীলতার অর্থ এই নয় যে নিজ দলের মতাদর্শের বাইরের নীতিতে যাওয়া।

তিনি বলেন, গণতন্ত্রে ভিন্নমত প্রকাশের অধিকার ও অন্যের প্রতি মর্যাদা রক্ষায় নিজেদের মধ্যে সততার চর্চা রাখতে হবে।

বাংলাদেশে রাজনৈতিক সম্প্রীতি বাড়াতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল তিনটি প্রধান দলের সঙ্গে কাজ করছে উল্লেখ করে ডানা বলেন, পারস্পরিক সমবেদনা ও শ্রদ্ধার মনোভাব তুলে ধরা মাহে রমজানেরও অন্যতম মাহাত্ম্য।

জানা গেছে, আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এক দশকেরও বেশি সময় ধরে দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের অভ্যন্তরে নারী ও তরুণ নেতৃত্বের বিকাশ ও দলগুলোর পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।

ইউএসএআইডির সহায়তায় সংস্থাটি স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় তিন বছর ধরে ‘পলিক্যাল হারমনি ইফতার’ আয়োজন করছে।

ইফতার অনুষ্ঠানে আরও অংশ নেন ইউএসএআইডির ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড গভর্নেন্স ডিরেক্টর আলেনা তানসে।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041