মনজুর কাদের
ধনী আর গরিব ভাই ভাই সবে
এসব কেতাবি কথায়
কবির আকুতি কাজেও আসেনি
আঁচড় লাগেনি প্রথায়
এক পাশে আছে ক্ষুধাতুর মানুষ
আর পাশে খানাপিনা
ভেদাভেদহীন পৃথিবী জানি না
কোনোকালে ছিল কি না
দয়া করে যেন দেয় অধিকার
ফাটকের বন্দীরে
তেমনি করেই বাড়ে ভেদাভেদ
মসজিদে মন্দিরে
হিসাবের খাতায় রয়েছে গলদ
কেউ কোনো দিন পুছবে
একশত টাকার দু-আড়াই ভাগে
কী করে বিভেদ ঘুচবে
উপাসনালয় সমতা ভেঙেছে
প্রয়োজন নেই দাঁড়াতে
ধনবান যারা প্রার্থনা করে
গদি আঁটা কেদারাতে
ধর্মের নামে সাম্যের মুলা
এখনো রয়েছে ঝুলে
মাঝখানে শুধুই আকুতি বাড়ায়
লেখক আর কবিকুলে
তবুও বুনেছি আশার বুনন
নিরসন হবে খিদে
ধনী-গরিবের বিভেদ ঘুচাবে
অন্তত দুটি ঈদে
ধনী আর গরিব ভাই ভাই সবে
এসব কেতাবি কথায়
কবির আকুতি কাজেও আসেনি
আঁচড় লাগেনি প্রথায়
এক পাশে আছে ক্ষুধাতুর মানুষ
আর পাশে খানাপিনা
ভেদাভেদহীন পৃথিবী জানি না
কোনোকালে ছিল কি না
দয়া করে যেন দেয় অধিকার
ফাটকের বন্দীরে
তেমনি করেই বাড়ে ভেদাভেদ
মসজিদে মন্দিরে
হিসাবের খাতায় রয়েছে গলদ
কেউ কোনো দিন পুছবে
একশত টাকার দু-আড়াই ভাগে
কী করে বিভেদ ঘুচবে
উপাসনালয় সমতা ভেঙেছে
প্রয়োজন নেই দাঁড়াতে
ধনবান যারা প্রার্থনা করে
গদি আঁটা কেদারাতে
ধর্মের নামে সাম্যের মুলা
এখনো রয়েছে ঝুলে
মাঝখানে শুধুই আকুতি বাড়ায়
লেখক আর কবিকুলে
তবুও বুনেছি আশার বুনন
নিরসন হবে খিদে
ধনী-গরিবের বিভেদ ঘুচাবে
অন্তত দুটি ঈদে