সুব্রত চৌধুরী :
বকরি ঈদে দেয় যে শিক্ষা
ত্যাগেই মেলে সুখ,
হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে
রঙিন হাসিমুখ।
মনের ভেতর পশুশক্তি
করবে আগে জবাই,
অন্তর মাঝে করবে ধারণ
সত্য বাণী সবাই।
ত্যাগের সুখে মিষ্টিমুখে
ভালো কাজে মাতি,
আঁধার কেটে ঘরে ঘরে
জ্বলবে সুখের বাতি।
বকরি ঈদের ত্যাগে বান্দা
মনে পাবে সুখ,
হৃদের কোণে ধর্মের বাণী
রবে জাগরূক।
বকরি ঈদে দেয় যে শিক্ষা
ত্যাগেই মেলে সুখ,
হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে
রঙিন হাসিমুখ।
মনের ভেতর পশুশক্তি
করবে আগে জবাই,
অন্তর মাঝে করবে ধারণ
সত্য বাণী সবাই।
ত্যাগের সুখে মিষ্টিমুখে
ভালো কাজে মাতি,
আঁধার কেটে ঘরে ঘরে
জ্বলবে সুখের বাতি।
বকরি ঈদের ত্যাগে বান্দা
মনে পাবে সুখ,
হৃদের কোণে ধর্মের বাণী
রবে জাগরূক।