পোড়া মাটির গন্ধে দীর্ঘ মিছিল বের হলো
আত্মার মিছিল;
ট্রেনের জানালায় পুড়ে ছাই হচ্ছে এক টুকরো বাংলাদেশ!
ছাই পোড়ানো দেহের অভ্যন্তরে কত হাহাকার
এদিকে রাতের আঁধারে বিজয়ীরা ফুলেল শুভেচ্ছা জানায়
নষ্টরা অধিকারে নিল সব; একেকটি মৃত্যুর ছায়ায়
দুর্ভেদ্য ওরা : স্বাধীন ভূখণ্ডে ॥
নির্বিকারের দলে ভিড় জমালাম পুরো দ্যাশ
স্ক্রিন স্ক্রল করে দেখি বাচ্চার শরীরে দাউদাউ করে আগুন জ্বলছে। মাংসগুলো খসে পড়ছে। দেখলাম। আফসোসও করলাম। এবং সেড স্ট্যাটাস দিয়ে ক্ষান্ত পুরো জাতি
ক্ষমতা আর প্রেমিকার আলিঙ্গনে ভ্রম হইলাম ॥
আর কত বিক্রি হব কাগুজে নোটে?
এ-কি প্রজন্ম পরম্পরায় আমাদের কলঙ্ক লিপিবদ্ধ হয় না?
পুড়ছে দেখো,
ট্রেনের জানালায় ঝুলছে দেখো
কতটা অভিমান চেপে ধরে অভিশপ্ত করে গেল আমাদের
একেকটি অন্যায়ের কাছে এ জাতি পরাজয়ের উত্তরসূরি
নায়াগ্রা ফলসের জলেও শুদ্ধ হবে না এ পাপের প্রায়শ্চিত্ত ॥
আত্মার মিছিল;
ট্রেনের জানালায় পুড়ে ছাই হচ্ছে এক টুকরো বাংলাদেশ!
ছাই পোড়ানো দেহের অভ্যন্তরে কত হাহাকার
এদিকে রাতের আঁধারে বিজয়ীরা ফুলেল শুভেচ্ছা জানায়
নষ্টরা অধিকারে নিল সব; একেকটি মৃত্যুর ছায়ায়
দুর্ভেদ্য ওরা : স্বাধীন ভূখণ্ডে ॥
নির্বিকারের দলে ভিড় জমালাম পুরো দ্যাশ
স্ক্রিন স্ক্রল করে দেখি বাচ্চার শরীরে দাউদাউ করে আগুন জ্বলছে। মাংসগুলো খসে পড়ছে। দেখলাম। আফসোসও করলাম। এবং সেড স্ট্যাটাস দিয়ে ক্ষান্ত পুরো জাতি
ক্ষমতা আর প্রেমিকার আলিঙ্গনে ভ্রম হইলাম ॥
আর কত বিক্রি হব কাগুজে নোটে?
এ-কি প্রজন্ম পরম্পরায় আমাদের কলঙ্ক লিপিবদ্ধ হয় না?
পুড়ছে দেখো,
ট্রেনের জানালায় ঝুলছে দেখো
কতটা অভিমান চেপে ধরে অভিশপ্ত করে গেল আমাদের
একেকটি অন্যায়ের কাছে এ জাতি পরাজয়ের উত্তরসূরি
নায়াগ্রা ফলসের জলেও শুদ্ধ হবে না এ পাপের প্রায়শ্চিত্ত ॥