সৌদি আরবের মক্কা ও মদিনায় আরও ৬ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১২:৩১ , অনলাইন ভার্সন
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় আরও ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশটিতে মৃত্যু হওয়া বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা দাঁড়াল ১৭। আজ ১৪ জুন (বুধবার) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মক্কায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর মো. জহিরুল ইসলাম। 

সদ্য প্রয়াত হজযাত্রীরা হলেন—সৈয়দ নায়মুল হক (৬২)। তিনি মাগুরার মোহাম্মদপুরের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর এ০০৫৮২১২১। চাঁদপুরের হাজিগঞ্জের বাসিন্দা মো. আবদুল মতিন (৬০)। তার পাসপোর্ট নম্বর এ০৬৯৯৪৯৫৭। কুমিল্লার দেবীদ্বারের বাসিন্দা মো. আবুল হোসেন ভূইয়া (৭১)। তার পাসপোর্ট নম্বর এ০৫৮৯৭৭৭০। বদরগঞ্জের রংপুরের বাসিন্দা মো. শহিদুল্লাহ মণ্ডল (৭৬)। তার পাসপোর্ট নম্বর ইই০২০৩৬০১। কুমিল্লার বরুড়ার বাসিন্দা মো. আবুল হাসেম (৬১)। তার পাসপোর্ট নম্বর এ০২৭৮৬৭৮৩। সাতক্ষীরা সদরের বাসিন্দা মাকফুরা খাতুন (৬১)। তার পাসপোর্ট নম্বর এ০৫৩৩৭৮০৫।

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মক্কায় ১৪ এবং মদিনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও তিনজন নারী।

আজ বুধবার সকাল পর্যন্ত ৭৯ হাজার ৪৪ জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৯ হাজার ৬৫৮ জন সৌদি আরবে গিয়েছেন। চাঁদ দেখা যাওয়ার সাপেক্ষে এ বছর ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এসআর
 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078