![](https://thikananews.com/public/postimages/64869d2ee9b33.jpg)
কাসপের রুডকে সরাসরি সেটে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন টেনিসের শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ। এ জয়ে রাফায়েল নাদালকে (২২) টপকে পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটি একার করে নিলেন তিনি, ২৩টি। ১১ জুন প্যারিসে ফাইনালে রোলাঁ গাঁরোয় ৭-৬ (৭-১), ৬-৩, ৭-৫ গেমে জিতে সবার শীর্ষে উঠে গেলেন এই সার্বিান তারকা।
যদিও এদিন রুডের শুরুটা ভালো ছিল। ম্যাচের দ্বিতীয় এবং নিজের প্রথম সার্ভেই গেম পয়েন্ট হারান জোকোভিচ। অবশ্য সেই ধাক্কা সামলে উঠতে বেশি সময় নেননি তিনি। সপ্তম গেমে পাল্টা প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করে ঘুরে দাঁড়ান সার্ব তারকা। টাইব্রেকারে ওই সেট জয়ের পর ২৪ বছর বয়সী রুডকে আর তেমন কোনো সুযোগই দেননি জোকোভিচ।
চ্যাম্পিয়নশিপ পয়েন্ট নিশ্চিত হতেই হাত থেকে র্যাকেট ফেলে দিয়ে কোর্টে শুয়ে পড়েন জোকোভিচ। নতুন ইতিহাস গড়ার উচ্ছ্বাসের সঙ্গে সঙ্গে তার মনে যেন খেলে যায় স্বস্তির পরশ। ফ্রেঞ্চ ওপেনে এই নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলেন জোকোভিচ। ২০১৬ সালে এখানে প্রথমবার জয়ের পর ২০২১ সালে দ্বিতীয় শিরোপার স্বাদ পান তিনি।
জোকার খ্যাত এই তারকা তিনবার ইউএস ওপেন জিতেছেন। তবে তিনি সবচেয়ে সফল অস্ট্রেলিয়ান ওপেনে, বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামটি জিতেছেন রেকর্ড ১০ বার। আর গ্রাস কোর্টের গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডনে তার শিরোপা সাতটি।
ঠিকানা/এম
যদিও এদিন রুডের শুরুটা ভালো ছিল। ম্যাচের দ্বিতীয় এবং নিজের প্রথম সার্ভেই গেম পয়েন্ট হারান জোকোভিচ। অবশ্য সেই ধাক্কা সামলে উঠতে বেশি সময় নেননি তিনি। সপ্তম গেমে পাল্টা প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করে ঘুরে দাঁড়ান সার্ব তারকা। টাইব্রেকারে ওই সেট জয়ের পর ২৪ বছর বয়সী রুডকে আর তেমন কোনো সুযোগই দেননি জোকোভিচ।
চ্যাম্পিয়নশিপ পয়েন্ট নিশ্চিত হতেই হাত থেকে র্যাকেট ফেলে দিয়ে কোর্টে শুয়ে পড়েন জোকোভিচ। নতুন ইতিহাস গড়ার উচ্ছ্বাসের সঙ্গে সঙ্গে তার মনে যেন খেলে যায় স্বস্তির পরশ। ফ্রেঞ্চ ওপেনে এই নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলেন জোকোভিচ। ২০১৬ সালে এখানে প্রথমবার জয়ের পর ২০২১ সালে দ্বিতীয় শিরোপার স্বাদ পান তিনি।
জোকার খ্যাত এই তারকা তিনবার ইউএস ওপেন জিতেছেন। তবে তিনি সবচেয়ে সফল অস্ট্রেলিয়ান ওপেনে, বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামটি জিতেছেন রেকর্ড ১০ বার। আর গ্রাস কোর্টের গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডনে তার শিরোপা সাতটি।
ঠিকানা/এম