মোহাম্মদ আব্দুল আজিজ
ওরে অঞ্জন!
রাতে লেখাপড়ায় শক্ত করে বাঁধতে গিয়ে মন,
এখনো কি আগের মতো করিস জাগরণ?
এখনো কি যাস রে শুনে
মান্না, সতীনাথ?
লতা, হৈমন্তী ঘুম পাড়ায় কি
মাসের প্রতি রাত?
এখনো কি বিশ্বকাপের খেলা দেখে
আঁতকে ওঠে প্রাণ?
চায়ের কাপের চুমুকে কি জাগায় শিহরণ?Ñঐ
রোজনামচা হয় কিরে আর
আগের মতো লেখা?
শুক্লপক্ষে পূর্ণিমার চাঁদ
হয় কিরে তোর দেখা?
নাকি সাথি নিয়ে রাত কেটে যায়
দিন কেটে যায় কাজে,
সন্ধেবেলা বধূর মধুর আপ্যায়নে যায় রে কেটে ক্ষণ?-ঐ
এখন দল বেঁধে বন্ধুদের
হয় কি ঘুরে আসা?
রেললাইন ও নদীর পাড়ে
হয় কি যাওয়া-আসা?
দেবু, দুলাল, রাকু, তপন
রোজ করে কি দেখা?
রোজ বিকালের আড্ডাতে কি কাটে কিছুক্ষণ?-ঐ
আমি এখন আমেরিকা
থাকি পরবাস,
সেথা স্বপ্ন ধরি, স্বপ্ন গড়ি
স্বপ্নে করি বাস।
তবু মিস করি রে বন্ধু তোদের
মিস করি সেই দিন
সেদিনের সেই স্মৃতিগুলো কাঁদায় আমার মন, -ঐ
ওরে অঞ্জন!
রাতে লেখাপড়ায় শক্ত করে বাঁধতে গিয়ে মন,
এখনো কি আগের মতো করিস জাগরণ?
এখনো কি যাস রে শুনে
মান্না, সতীনাথ?
লতা, হৈমন্তী ঘুম পাড়ায় কি
মাসের প্রতি রাত?
এখনো কি বিশ্বকাপের খেলা দেখে
আঁতকে ওঠে প্রাণ?
চায়ের কাপের চুমুকে কি জাগায় শিহরণ?Ñঐ
রোজনামচা হয় কিরে আর
আগের মতো লেখা?
শুক্লপক্ষে পূর্ণিমার চাঁদ
হয় কিরে তোর দেখা?
নাকি সাথি নিয়ে রাত কেটে যায়
দিন কেটে যায় কাজে,
সন্ধেবেলা বধূর মধুর আপ্যায়নে যায় রে কেটে ক্ষণ?-ঐ
এখন দল বেঁধে বন্ধুদের
হয় কি ঘুরে আসা?
রেললাইন ও নদীর পাড়ে
হয় কি যাওয়া-আসা?
দেবু, দুলাল, রাকু, তপন
রোজ করে কি দেখা?
রোজ বিকালের আড্ডাতে কি কাটে কিছুক্ষণ?-ঐ
আমি এখন আমেরিকা
থাকি পরবাস,
সেথা স্বপ্ন ধরি, স্বপ্ন গড়ি
স্বপ্নে করি বাস।
তবু মিস করি রে বন্ধু তোদের
মিস করি সেই দিন
সেদিনের সেই স্মৃতিগুলো কাঁদায় আমার মন, -ঐ