রুদ্র তাপস
পাল্টাল কি কালোত্তীর্ণ মনোভঙ্গির চেতনা?
একে তো নিলামে তোলা যায় না!
কষ্ট-বিষাদ, ঝড়-জল, শীত ও তাপে ভূলুণ্ঠিত
ভায়কিং, মঙ্গলীয় ও বর্গি আক্রমণ
কোন বিশৃঙ্খলায় তছনছ গতিপথ
মন আর মননে, সংস্কার আর বোধন
সুবিধাবাদী মানবতা
আজ তুমি ধর্ষিত ॥
চোখের শীতলতা নয়নাভিরাম রূপ
খবর নেই কোনো কিছুর!
মোহর মারা কলিজায়
স্থাবরের সাথে বায়বীয়
কঠিনে তরল হয় না বনিবনা
দর্শন আর রসনায় মতিভ্রম
মনস্তত্ত্বে আর শিষ্টাচারে মরমি তুমি দরদি আমার
শোভামণ্ডিত মানবাত্মা ॥
রুদ্র তুমি মোহাবিষ্ট
অনিয়ম করেছে অপদস্থ
আস্থাহীনতার পেন্ডুলাম কাঁপে ভ্রষ্টাচারে
কায়মনোবাক্য রূপায়িত উদারতা
নিথর শবদেহ নীতিহীন বাস্তবতা
এলেম কলমে বাঁচে না ফুট ওজোন স্তর
পেট জ্বলে ক্ষুধায় আর রুহ?
অতিবেগুনি রশ্মি বোঝে না ইনসাফ ॥
পাল্টাল কি কালোত্তীর্ণ মনোভঙ্গির চেতনা?
একে তো নিলামে তোলা যায় না!
কষ্ট-বিষাদ, ঝড়-জল, শীত ও তাপে ভূলুণ্ঠিত
ভায়কিং, মঙ্গলীয় ও বর্গি আক্রমণ
কোন বিশৃঙ্খলায় তছনছ গতিপথ
মন আর মননে, সংস্কার আর বোধন
সুবিধাবাদী মানবতা
আজ তুমি ধর্ষিত ॥
চোখের শীতলতা নয়নাভিরাম রূপ
খবর নেই কোনো কিছুর!
মোহর মারা কলিজায়
স্থাবরের সাথে বায়বীয়
কঠিনে তরল হয় না বনিবনা
দর্শন আর রসনায় মতিভ্রম
মনস্তত্ত্বে আর শিষ্টাচারে মরমি তুমি দরদি আমার
শোভামণ্ডিত মানবাত্মা ॥
রুদ্র তুমি মোহাবিষ্ট
অনিয়ম করেছে অপদস্থ
আস্থাহীনতার পেন্ডুলাম কাঁপে ভ্রষ্টাচারে
কায়মনোবাক্য রূপায়িত উদারতা
নিথর শবদেহ নীতিহীন বাস্তবতা
এলেম কলমে বাঁচে না ফুট ওজোন স্তর
পেট জ্বলে ক্ষুধায় আর রুহ?
অতিবেগুনি রশ্মি বোঝে না ইনসাফ ॥