একমঞ্চে আইভী-শামীম, ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আশ্বাস

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারী ২০২৪, ২১:০৬ , অনলাইন ভার্সন
নারায়ণগঞ্জে অবশেষে মিটেছে অর্ধশত বছরের দুই মেরুর বিরোধ। নারায়ণগঞ্জবাসীর বিভিন্ন নাগরিক সমস্যা নিরসনের লক্ষ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী এক গোলটেবিল বৈঠক করেছেন। এ সময় তারা দু’জনই উপস্থিত জনসাধারণকে একসঙ্গে কাজ করার আশ্বাস দেন।

৩ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এই আয়োজনে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান অগ্রণী ভূমিকা পালন করেছেন।

বিরোধ অবসানের ঘোষণা দিয়ে শামীম ওসমান বলেন, দুই ভাই-বোন এক টেবিলে বসে অতীতের সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে স্মার্ট নারায়ণগঞ্জ গড়তে চাই। আমাদের পুরো নারায়ণগঞ্জে সমস্যা। এই নারায়ণগঞ্জ আমাদের, বাংলাদেশ আমাদের। আমরা সব জায়গা নিয়েই কথা বলব। ছোট বোন মেয়র আইভীর সব ভালো কাজের সহযোগিতা করব। যানজট, হকারমুক্ত শহর গড়তে আমরা কোনো আর বিভেদ চাই না। 

তিনি বলেন, শহরে সিএনজি ও অটোরিকশা চলছে। কিন্তু এই অটোরিকশার ব্যাটারি চার্জের কারণে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ নষ্ট হয়। এরা কিন্তু বিদ্যুৎ বিল দিচ্ছে না। তারা বিল না দিয়ে চলছে, গাড়ি চালাচ্ছে। ওরা দয়ায় চলছে না, কেউ না কেউ টাকা খাচ্ছে তাদের কাছ থেকে। বিআরটিএ’র পারমিশন ছাড়া কোনো গাড়ি চলতে দেওয়া উচিত না। 

মেয়র আইভী বলেন, মনে অনেক দুঃখ-কষ্ট থাকলেও পজিটিভ নারায়ণগঞ্জ গড়তে নাগরিকদের স্বার্থে অতীতের সব কিছু ভুলে আমি একসঙ্গে কাজ করতে চাই। একটি মহল আমাদের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি করে ফায়দা লুটেছে। এ অবস্থার অবসানের জন্য সবকিছু ভুলে দুই এমপির সহায়তা নিয়ে পজিটিভ নারায়ণগঞ্জ সিটি গড়ে তুলতে চাই।

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, নারায়ণগঞ্জের সমস্যার শেষ নেই। আজকে আমরা উঠে গেলাম আর সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা নয়। প্রশাসনকে প্রশাসনের মতো কাজ করতে হবে। এখানে কোনো রাজনীতি থাকবে না। রাজনীতি একটাই, নারায়ণগঞ্জের মানুষকে শান্তিতে চলাচল করতে দিতে হবে। আমরা মেয়রকে অবশ্যই সহযোগিতা করব। আমরা করোনার সময়ও করেছি। আমরা স্কুল করেছি, কিন্তু বাচ্চারা স্কুলে যায় কিনা খবর রাখতে পারি না।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, আমি এতদিন সিদ্ধান্ত নিতে দ্বিধায় ছিলাম। জনপ্রতিনিধিরা আমাকে সাহস যুগিয়েছে। আগামীকাল থেকে প্রশাসন তার কাজ শুরু করবে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নারায়ণগঞ্জের দৃশ্যমান কিছু সমস্যার সমাধান আমরা অবশ্যই করব। আমাদের সংসদ সদস্যরা সবাই সুন্দর নারায়ণগঞ্জ চাচ্ছেন। আমি প্রকাশ্যে ঘোষণা করছি, আগামীকাল থেকে রুট পারমিট ছাড়া গাড়ি দেখলেই ডাম্পিংয়ে দিয়ে দেব। রুট পারমিট ছাড়া কোনো গাড়ি নারায়ণগঞ্জে ঢুকবে না। 

তিনি বলেন, আমাদের কঠোর হওয়া ছাড়া উপায় নেই। আমরা অটোরিকশা তৈরির কারখানাগুলোই বন্ধ করে দেব। নারায়ণগঞ্জের কতজন হকার আছে এটা আমাদের দেখতে হবে। নারায়ণগঞ্জ শহরসহ সব ফুটপাত থেকে অবৈধ হকারদের উচ্ছেদের কাজ রোববার থেকেই প্রশাসন শুরু করবে। তবে বাইরের জেলার লোক এসে রাস্তা দখল করে বিজনেস করবে এটা হতে দেওয়া যাবে না। 

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হক, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমির খসরু, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক রুহুল আমিন সাগর ও বিআরটিএ’র সহকারী পরিচালক সামসুল কবির। স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন। 

ঠিকানা/ছালিক 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041