মিজানুর রহমান মিজান
একরাশ ভালোবাসা
এক সমুদ্র প্রেম
এক নদী স্বপ্ন
আর এক আকাশ মেঘলা নিয়ে
আমি তোমার দ্বারে
চলো হাত ধরো
আজ তোমায় নিয়ে যাব
ঐ যে দেখা যায়
কাশবন নদীর কিনারে।
হেথায় সাদা হাঁসের দল
পানি টলমল
ভাটিয়ালি সুর ধরেছে মাঝিরা
দেখো উড়ছে কেমন পাখা মেলে পাখিরা।
তুমি আমি ঘুরে বেড়াই
মনের ঘুড়ি বাতাসে ওড়াই
ভালোবাসায় দুজনে গা ভাসাই।
প্রকৃতি আর প্রেমে মিলেমিশে
যাব আজ হারিয়ে
দূর আকাশে।
একরাশ ভালোবাসা
এক সমুদ্র প্রেম
এক নদী স্বপ্ন
আর এক আকাশ মেঘলা নিয়ে
আমি তোমার দ্বারে
চলো হাত ধরো
আজ তোমায় নিয়ে যাব
ঐ যে দেখা যায়
কাশবন নদীর কিনারে।
হেথায় সাদা হাঁসের দল
পানি টলমল
ভাটিয়ালি সুর ধরেছে মাঝিরা
দেখো উড়ছে কেমন পাখা মেলে পাখিরা।
তুমি আমি ঘুরে বেড়াই
মনের ঘুড়ি বাতাসে ওড়াই
ভালোবাসায় দুজনে গা ভাসাই।
প্রকৃতি আর প্রেমে মিলেমিশে
যাব আজ হারিয়ে
দূর আকাশে।