একটি সাদা পায়রা
শান্তি বিলাতে ঘুরে বেড়ায় এ-দেশ ও-দেশ
ক্লান্ত শ্রান্ত দমহীন।
উড়তে উড়তে পৌঁছাল গাজার আকাশে।
নিচে মাটিতে হাজার হাজার
সাদা কাফনের সারি।
যেন পড়ে থাকা সহস্র সাদা পালক,
যাদের গন্তব্য ভূপৃষ্ঠ তলে।
যারা চেয়েছিল সাদা পায়রারা
একদিন উড়ে বেড়াবে গাজার আকাশে!
কিন্তু আকাশটা বারুদে অন্ধকার!
বাতাসে পোড়া গন্ধ।
দিগ্্বিদিক গুলিতে ছিন্নভিন্ন হয়
সাদা পায়রার দেহ।
পায়রার শরীরের রক্ত ঝরে পড়ে
তেল আবিবে,
একটি ডানা ছিঁড়ে উড়ে আসে
টেন ডাউনিং স্ট্রিটে,
আরেকটা পড়ে হোয়াইট হাউসে।
ছিন্ন মাথাটা উড়ে যায় ইউরোপিয়ান ইউনিয়নে
বিষ্ঠাযুক্ত পেটখানা ছিটকে পড়ে আরবে
পেছনের অংশ গিয়ে পড়ল জাতিসংঘে
আর অবশিষ্ট পালক ছড়াল কিছু দেশে।
এরা সবাই বিশ্ব শান্তি কমিটির ধারক-বাহক।
এদের সামনের পকেটে ফুল, পেছনে অস্ত্র
এদের এক হাতে ডলার ত্রাণ, আরেক হাতে রক্ত
এরা সাপও আবার ওঝাও।
এখন এরা সবাই মিলে রংতুলি হাতে
নিজেদের রঙে রাঙাবে
ওদের বানানো সাদা পায়রার প্রাণহীন পুতলা!
যা শান্তির নামে স্থাপিত হয়েছিল বহু দেশে
পরিণাম কেবল অশান্তি, ধ্বংসযজ্ঞ আর মৃত্যু।
শান্তি বিলাতে ঘুরে বেড়ায় এ-দেশ ও-দেশ
ক্লান্ত শ্রান্ত দমহীন।
উড়তে উড়তে পৌঁছাল গাজার আকাশে।
নিচে মাটিতে হাজার হাজার
সাদা কাফনের সারি।
যেন পড়ে থাকা সহস্র সাদা পালক,
যাদের গন্তব্য ভূপৃষ্ঠ তলে।
যারা চেয়েছিল সাদা পায়রারা
একদিন উড়ে বেড়াবে গাজার আকাশে!
কিন্তু আকাশটা বারুদে অন্ধকার!
বাতাসে পোড়া গন্ধ।
দিগ্্বিদিক গুলিতে ছিন্নভিন্ন হয়
সাদা পায়রার দেহ।
পায়রার শরীরের রক্ত ঝরে পড়ে
তেল আবিবে,
একটি ডানা ছিঁড়ে উড়ে আসে
টেন ডাউনিং স্ট্রিটে,
আরেকটা পড়ে হোয়াইট হাউসে।
ছিন্ন মাথাটা উড়ে যায় ইউরোপিয়ান ইউনিয়নে
বিষ্ঠাযুক্ত পেটখানা ছিটকে পড়ে আরবে
পেছনের অংশ গিয়ে পড়ল জাতিসংঘে
আর অবশিষ্ট পালক ছড়াল কিছু দেশে।
এরা সবাই বিশ্ব শান্তি কমিটির ধারক-বাহক।
এদের সামনের পকেটে ফুল, পেছনে অস্ত্র
এদের এক হাতে ডলার ত্রাণ, আরেক হাতে রক্ত
এরা সাপও আবার ওঝাও।
এখন এরা সবাই মিলে রংতুলি হাতে
নিজেদের রঙে রাঙাবে
ওদের বানানো সাদা পায়রার প্রাণহীন পুতলা!
যা শান্তির নামে স্থাপিত হয়েছিল বহু দেশে
পরিণাম কেবল অশান্তি, ধ্বংসযজ্ঞ আর মৃত্যু।