মাগো তোমার মুখের ভাষা
কত যে মধুর
বুঝিনি তা থাকলে দেশে
প্রবাসে বুঝি প্রতিক্ষণে।
মাগো তোমার মুখের হাসি
খুঁজি মা লাখো মুখে
মিলে না বিশ্বজুড়ে
কোথাও তোমার মিষ্টি হাসি।
শত ভাষার মাঝেও মা
বাংলা ছাড়া মন ভরে না
বাংলা ছাড়া বুক ভরে না
বাংলা ছাড়া স্বপ্ন মিছে।
মাগো তোমার বাংলা ভাষা
তোমার মতো আছে মিশে
তোমার মতোই আছে
আমার বুকের মাঝে।
মাগো তোমার মিষ্টি হাসি
মাগো তোমার মিষ্টি ভাষা
ভালোবাসি বাংলা ভাষা
ভালোবাসি আমার মাকে।
-বাংলাদেশ
কত যে মধুর
বুঝিনি তা থাকলে দেশে
প্রবাসে বুঝি প্রতিক্ষণে।
মাগো তোমার মুখের হাসি
খুঁজি মা লাখো মুখে
মিলে না বিশ্বজুড়ে
কোথাও তোমার মিষ্টি হাসি।
শত ভাষার মাঝেও মা
বাংলা ছাড়া মন ভরে না
বাংলা ছাড়া বুক ভরে না
বাংলা ছাড়া স্বপ্ন মিছে।
মাগো তোমার বাংলা ভাষা
তোমার মতো আছে মিশে
তোমার মতোই আছে
আমার বুকের মাঝে।
মাগো তোমার মিষ্টি হাসি
মাগো তোমার মিষ্টি ভাষা
ভালোবাসি বাংলা ভাষা
ভালোবাসি আমার মাকে।
-বাংলাদেশ