
ঐ যে দেখো রক্তপলাশ
করল বুকে আলিঙ্গন,
বাবার বুকের ব্যথার ডালি
রাঙিয়ে দিল শিমুল বন।
ভাই হারানো শোকের কাঁদন
পিষল বোনের কলজে তল,
রক্ত বরফ মায়ের বুকে
মরম ব্যথায় গলছে জল।
মাতৃভাষা বাংলা আমার
আসলো আবার ঘর ফিরে,
কনকলতা ফুটল বনে
বুকের ব্যথার চর ঘিরে।
লাল-সবুজের মুক্তি নিশান
উড়ছে দেখো নীল আকাশে,
রক্তে কেনা মায়ের ভাষা
সুবাস ছড়ায় হৃদয় শ্বাসে।
নগ্ন পায়ে প্রভাতফেরির
আসছে মিছিল সারি সারি,
হৃদয় হরিৎ উপত্যকায়
ঢেউ খেলছে ফেব্রুয়ারি।
করল বুকে আলিঙ্গন,
বাবার বুকের ব্যথার ডালি
রাঙিয়ে দিল শিমুল বন।
ভাই হারানো শোকের কাঁদন
পিষল বোনের কলজে তল,
রক্ত বরফ মায়ের বুকে
মরম ব্যথায় গলছে জল।
মাতৃভাষা বাংলা আমার
আসলো আবার ঘর ফিরে,
কনকলতা ফুটল বনে
বুকের ব্যথার চর ঘিরে।
লাল-সবুজের মুক্তি নিশান
উড়ছে দেখো নীল আকাশে,
রক্তে কেনা মায়ের ভাষা
সুবাস ছড়ায় হৃদয় শ্বাসে।
নগ্ন পায়ে প্রভাতফেরির
আসছে মিছিল সারি সারি,
হৃদয় হরিৎ উপত্যকায়
ঢেউ খেলছে ফেব্রুয়ারি।