জীবনবোধের কিছু উক্তি

প্রকাশ : ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১৪:৫০ , বিশেষ সংখ্যা
জীবন মানে আজ, আজকের দিনটা উপভোগ করো। আগামীকাল ভবিষ্যৎ, ভবিষ্যতে কী হবে কেউ জানে না।
জীবন একটা চলমান যান, দুর্বার গতিতে ছুটে চলেছে মৃত্যু নামক স্টেশনের গন্তব্যে। আজকের কাজটা দ্রুত সেরে ফেলো।
জীবনচলার পথ হঠাৎ কখন থেমে যাবে, জানা নেই। তাই যত দ্রুত পারো আখেরাতের পায়েস জোগাও।
জীবনের কঠিন পথটা যে পাড়ি দিয়েছে, সে কোনো কিছুতেই আর ভয় করে না।
জীবনের পথচলার জন্য অনেককে চাই না। শুধু একজন প্রকৃত বন্ধুর প্রয়োজন।
মক্কায় গিয়ে হতে পারবে না জীবনের পাপমুক্ত; যদি না শুধু চিত্তে, ভয়ে বিনয়ে, মক্কার মালিককে খুঁজো।
জীবনে অর্জিত অর্থের জাকাত গুনে গুনে দাও। কালো টাকা সাদা বানাও। নইলে টাকা তোমায় তাড়াবে এপাড়ে, জবাবদিহিতে পড়ে যাবে ওপাড়ে।
দুনিয়ায় চলমান জীবনের সঙ্গে আধ্যাত্মিকতার কোনো সাংঘর্ষিকতা নেই, বরং জীবনের মরণের দুটি পথই সুগম হয়।
অমর হতে চাইলে মহৎ, সৎ-জীবন ইতিহাস গড়ো। ইতিহাস অমর, ইতিহাসের মৃত্যু নেই। গুণীর কদর জীবনাবসানে।
জীবন ধাপে ধাপে বদলায়, তাই জীবন বৈচিত্র্যময়। জীবনের প্রথম ধাপ শৈশব, শৈশব পেরিয়ে আসে কৈশোর, কৈশোর পেরিয়ে আসে যৌবন, যৌবন পেরিয়ে আসে প্রৌঢ়ত্ব, পরিশেষে রূপান্তর হয় বার্ধক্যে।
শৈশব মানে গল্প-রূপকথার। কৈশোর মানে যুগলবন্দি-ফেলে আসা শিশুসুলভ চঞ্চলতা আর চপলতা। যৌবন মানে কত চাওয়া-পাওয়া, কত স্বপ্ন-ছন্দ-ভালোবাসা। বার্ধক্যে জীবনের প্রতিমুহূর্তে মৃত্যুর পদধ্বনি শুনি।
জীবন চলছে বলেই আছে সুখ-দুঃখ, প্রেম-ভালোবাসা, কত মধুর আলাপন, গল্প-কবিতা-গান।
এক মুহূর্তেই সব শেষ হয়ে যাবে যখনই উবে যাবে প্রাণ।
জীবন অজানা নিষ্ঠুর মৃত্যুর পথে নিয়ে চলেছে, ভুলে যেয়ো না সঞ্চয় নিতে। মনে জাগে সদা ভয় সদা সংশয়, এ জীবনে কী দিয়ে গেলাম পৃথিবীর ’পরে, আর কী নিয়ে গেলাম ওপাড়ে।
জীবন অনন্ত স্থিতি ভেবে মনের মতো করে সাজালাম এ ধরাতল আপন ভুবন; শেষ যাওয়ার বেলায় সব লুটে রেখে, শূন্য হাতে দিলে বিদায়।
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078