
আঁধারে কিছু কথা বলি বলি
ভালোবেসে ফুটেছে তাই পুষ্পকলি,
প্রাণের গোপন উৎসবে মেতেছে আজ!
বসন্তের নিভাঁজ আকুলি-বিকুলি,
পৃথিবীর সব রং বিপুল আয়োজনে,
কত রং বাহারে, আহারে স্পর্শিল যে
তাহারে।
কী যে মধুর সাজে!
ফুলবধূ রাঙিল ভ্রমরের মাঝে,
আঁধারে জোনাকি আলোয়
সে মরিল লাজে!
কত কথা রাগে অনুরাগে
কুসুমও সে বাগে।
হৃদয়ের ব্যাকুলতা
আকুলতা কবিতায়!
হয়নি বলা শুভ্র সে
সকালেরই অপেক্ষায়!
যেখানে প্রসন্ন হৃদয়ের
হোলিখেলা ভালো লাগা
ভালোবাসায়!
হয়েছে সে যে তার মনবউ।
মধুমঞ্জরী ব্যাকুল সেথায়
গন্ধে আকুল ছন্দে দোদুল
ম-ম!!
ভরে যায় মনের কিনার
কানায় কানায়!
উর্মিমালায় মুখরিত ভালো লাগায়
কত কথা কয়ে যায় তারা নীরবে নত!
টেউয়ে ঢেউয়ে বেলা-অবেলায় যত
ভালো লাগা, ভালোবাসার
আনন্দ মায়ায়!
গোলাপি সন্ধ্যার হাত ধরে
হেঁটেছে তারা জোছনাস্নান করবে বলে!
হয়তো জানি হঠাৎ কখনো,
জ্বলবে সে ঘরে সুগন্ধিময় মোমের বাতি
মধুময় হবে কোনো বিষণ্ন বিরহের দীর্ঘ রাতি।
তবুও মধুমঞ্জরী রাগে অনুরাগে,
প্রাণের উৎসবে মেতে রবে কুসুমবাগে!
ভালোবেসে ফুটেছে তাই পুষ্পকলি,
প্রাণের গোপন উৎসবে মেতেছে আজ!
বসন্তের নিভাঁজ আকুলি-বিকুলি,
পৃথিবীর সব রং বিপুল আয়োজনে,
কত রং বাহারে, আহারে স্পর্শিল যে
তাহারে।
কী যে মধুর সাজে!
ফুলবধূ রাঙিল ভ্রমরের মাঝে,
আঁধারে জোনাকি আলোয়
সে মরিল লাজে!
কত কথা রাগে অনুরাগে
কুসুমও সে বাগে।
হৃদয়ের ব্যাকুলতা
আকুলতা কবিতায়!
হয়নি বলা শুভ্র সে
সকালেরই অপেক্ষায়!
যেখানে প্রসন্ন হৃদয়ের
হোলিখেলা ভালো লাগা
ভালোবাসায়!
হয়েছে সে যে তার মনবউ।
মধুমঞ্জরী ব্যাকুল সেথায়
গন্ধে আকুল ছন্দে দোদুল
ম-ম!!
ভরে যায় মনের কিনার
কানায় কানায়!
উর্মিমালায় মুখরিত ভালো লাগায়
কত কথা কয়ে যায় তারা নীরবে নত!
টেউয়ে ঢেউয়ে বেলা-অবেলায় যত
ভালো লাগা, ভালোবাসার
আনন্দ মায়ায়!
গোলাপি সন্ধ্যার হাত ধরে
হেঁটেছে তারা জোছনাস্নান করবে বলে!
হয়তো জানি হঠাৎ কখনো,
জ্বলবে সে ঘরে সুগন্ধিময় মোমের বাতি
মধুময় হবে কোনো বিষণ্ন বিরহের দীর্ঘ রাতি।
তবুও মধুমঞ্জরী রাগে অনুরাগে,
প্রাণের উৎসবে মেতে রবে কুসুমবাগে!