
রক্তে রাঙানো একুশের দিন
বুকের গভীরে আছে অমলিন
চেতনায় কাছে ডাকে,
একুশ আমার জাতির গর্ব
বিভেদ কালিমা ঢাকে।
একুশের মূলে ছিল গভীরতা
হাত ধরে তার আসে স্বাধীনতা
পেয়েছি নতুন দেশ,
একুশ জাগায় আশার হৃদয়ে
সম্ভাবনার রেশ।
জাতিসত্তা ও শিকড়ের টানে
একুশ সবারে একসাথে আনে
দেখায় পথের দিশা,
বিপ্লবে দেয় প্রেরণার সুর
হটে যায় অমানিশা।
শহীদ স্মৃতির গৌরব মেখে
রুখি অন্যায় কালো দিই ঢেকে
শুভবোধে জেগে উঠি,
অন্তরে পাই বল ও সাহস
মহৎ আলোকে ফুটি।
বুকের গভীরে আছে অমলিন
চেতনায় কাছে ডাকে,
একুশ আমার জাতির গর্ব
বিভেদ কালিমা ঢাকে।
একুশের মূলে ছিল গভীরতা
হাত ধরে তার আসে স্বাধীনতা
পেয়েছি নতুন দেশ,
একুশ জাগায় আশার হৃদয়ে
সম্ভাবনার রেশ।
জাতিসত্তা ও শিকড়ের টানে
একুশ সবারে একসাথে আনে
দেখায় পথের দিশা,
বিপ্লবে দেয় প্রেরণার সুর
হটে যায় অমানিশা।
শহীদ স্মৃতির গৌরব মেখে
রুখি অন্যায় কালো দিই ঢেকে
শুভবোধে জেগে উঠি,
অন্তরে পাই বল ও সাহস
মহৎ আলোকে ফুটি।