বৃত্তান্ত পত্র

প্রকাশ : ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১৪:৩০ , বিশেষ সংখ্যা
ভেবেছিলাম-
একটুকরো ছায়া আর একমুঠো রোদ পেলে
তোমাদের ফুলদানিতে
আজন্ম ফুটে থাকব হলুদ জারবেরার মতো।
কাক-জোছনায় ভেসে গেলে আদ্যোপান্ত
কাকতাড়ুয়ার মতো ঠায় দাঁড়িয়ে গুনব, দামোদরের ঢেউ!

যদি নিশ্চিত হয় অনিশ্চিত অন্তঃসত্ত্বা
আর মুখ ফিরিয়ে নেয় কোকিলের কুহু কল্লোল;
মুছে নিয়ে দহনের দীর্ঘ দায়
কাঁসার ঘণ্টার মতো ঝনঝন-
যুগল ঠোঁটের হাসিতে রাঙাব আঁধারের মাস্তুল।

যদি লেখা হয় অপূর্ণ সুন্দর,
অপূর্ণ স্বর্গ,
আর অপূর্ণ জীবন;
হাতে ধরে মৃত্যুর সূত্র, একসীমানা দীর্ঘশ্বাস,
সুনিপুণ রাহুগ্রাসের-এগোব সবটুকু পথ;
লক্ষ্যহীনতার নিঃসীম নৈরাজ্যেও-
যেভাবে সুশ্রী ফেরে, এক নারী থেকে অন্য নারীতে।

ভেবেছিলাম-
একটুকরো ছায়া আর একমুঠো রোদ পেলে
নাভিগন্ধের পাগল পাগল সুখে
সোনালি শৌর্যের মোমের মতো
অনুর্বর এ আঁখিতে খেলবে নব আষাঢ়ের পরিপূর্ণ মেঘ।
গুটিয়ে আস্তিনের শরীর
কুমারী মমতায় ধুয়ে, কর্দমাক্ত শিশুর স্বর্গীয় শরীর;
সমস্ত সবুজে জড়াব যুগপুরুষদের উর্বর আবির্ভাব।

স্বপ্নে পেরোব এলব নদীর ধার!
আদর-আরাধ্যে শুষে মাঝবয়সী সুখ;
ভাদ্রের শরীরে ফুটে থাকা
সনাতনী শশাঙ্কের মাধুর্যে ছোঁব-
চরাচরের তুমুল তাম্বুল রাগ।
একটুকরো ছায়া আর একমুঠো রোদ পেলে
মহাকালের অভ্যেসে হব জননীর যোনীছিন্ন দাগ।

বলপয়েন্টের নিব ঘষে
বৃত্তান্ত পত্রে কত কিছুই তো লিখলাম;
আদতে-
আলেয়ায় আলোর তিয়াস কখনো মেটে না।
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078