কী ছিল শেষ কবিতায়

প্রকাশ : ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০০ , বিশেষ সংখ্যা
আমি একজন ফিলিস্তিনি।
জন্মভূমিতে পা রাখার অনুমতির অপেক্ষায়
দাঁড়িয়ে আছি সীমান্তে।
কোলে আমার আত্মজ আমেরিকান নাগরিক
আমি ওকে দূরে নদীর পাশে গ্রাম দেখাই
বলি, ওখানে আছে তোমার আজন্ম শেকড়।
আমার সন্তান দেখে না গ্রাম, দেখে না নদী,
ভীত চোখে দেখে সে সিপাহি এগিয়ে আসে
ভারী বুটের আওয়াজ তুলে, হাতে রাইফেল।
ওদের লাল চোখে অনধিকার তল্লাশির অধিকার
ওরা আমাকে ঘিরে দাঁড়ায়। আচানক দমকা হাওয়ায়
গোধূলি ধুলো উড়ে আসে আমার সর্বাঙ্গে।
আমি টের পাই আমার মাটির ভালোবাসা,
দেখি ওদের মুখে কঠোর অবিশ্বাস।
আমার সন্তানের সমুদ্র নীল পাসপোর্টে পিতার নাম দেখে
ইসরায়েলি সেনা কিছুটা ধন্দে পড়ে আমাদের কম্বিনেশনে।
আমেরিকান নাগরিকের গায়ে হাত দেওয়া সম্ভব না।
কিন্তু তার জন্মদাতা পিতা? এখনো যে একজন ফিলিস্তিনি!
আমার আমেরিকান সন্তানকে ওরা নিয়ে গেল।
কাগজপত্রে ওদের সেই ক্ষমতা লেখা আছে।
আমি ফিলিস্তিনি-আমি ওর পিতা।
ওরা আমার পাসপোর্ট ছুড়ে ফেলে।
ওদের কাছে আমার সন্তানের পরিচয়-আমেরিকান।
আমি বলি আমি ওর পিতা
ওদের মুখে অবজ্ঞার হাসি
আমি বলি আমি একজন কবি
ওরা বলে তুমি একজন ফিলিস্তিনি কবি।
ওরা আমার পায়ে বেঁধে দিল
বহু ব্যবহৃত বেড়ি, হাতে হাতকড়া,
ঘাড়ে রাইফেলের বাঁট।
আমি টের পাই কোটি কোটি ফিলিস্তিনি শ্বাস-নোনা ঘাম!
আমাকে নিয়ে যায় ওরা নদীতীরে।
ঘোলাটে স্রোত স্থির হয় এক আঁজলা
রক্ত বুকে তুলে নিতে।
সহস্র জনতা চিৎকারের শব্দ পায়ে পিষে ফেলে
লুকিয়ে রাখে মুহূর্তের অশ্রু।
সিপাহির কান তবুও বধির করে একটি অবুঝ চিৎকার।
পিতার হাতের শিকল খুলে দিতে বলে সে অবিরাম
প্রিয় সন্তানের চিৎকার থামাতে আমি হাসি।
পড়ি ওর জন্মমুহূর্তে লেখা প্রিয় ফিলিস্তিনি কবিতা।
বলি, এসব ওদের আমার সাথে হারজিতের খেলা।
ওরা আমার চোখে কাপড় বাঁধে।
আমি ইশারায় বলি-এসব লুকোচুরির খেলা
আমার সন্তান বলে, বাবা যাকে পাও তাকে ছোঁও।
ওদের প্রথম বুলেট আমার চোখ নিয়ে গেল
দুটো জোনাক আমার চোখের কোঠরে এসে বসে।
আমার আমেরিকান সন্তান হাততালিতে বলে,
হারজিতের খেলায় হারে না কখনো আমার বাবা।
ওরা আরো দুটো বুলেট ক্ষয় করে আমার পিঠে।
বহুদূর থেকে ফিলিস্তিনি কণ্ঠ ডাকে বাবা বাবা বাবা
আমার সন্তানকে ওরা তালি বাজাতে বলে।
বলে, আমেরিকা সব ঘৃণার খেলায় জেতে।
আমার নিষ্পাপ সন্তানকে ওরা প্রথম
ঘৃণা শব্দ শেখালো!!
কালো মেঘের ঠান্ডা হাওয়া ছড়ায় চারপাশে
আমার রক্তাক্ত আঙুল শেষবার লেখে-
দীর্ঘজীবী হও আমার ফিলিস্তিনি সন্তান।
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078