পারবে হতে

প্রকাশ : ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০০:৫৮ , বিশেষ সংখ্যা
তোমার শহর রোদ ঝলমল
আমার শহর বৃষ্টি,
কোন বাসনায় আমার সজীব
এই সবুজে দৃষ্টি?

তোমার শহর রঙিন শহর
আলো নিয়ন বাতির,
পারবে তুমি রৌদ্র-মেঘের
কউ জমাতে খাতির?

তোমার শহর টাটকা দুপুর
সূর্য নূপুর দু’পায়,
কোন বাসনায় খুঁজো বেভুল
শীতল ছায়ার উপায়।

তোমার শহর কঠোর-কঠিন
অট্টালিকার বহর,
পারবে হতে অমল অতুল
মনের প্রথম প্রহর?

তোমার শহর সুখের মহল
সোনায় মোড়া খাঁটি,
মিশতে কি এই পারবে মনে
অতুল পরিপাটি?
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078