
তোমার শহর রোদ ঝলমল
আমার শহর বৃষ্টি,
কোন বাসনায় আমার সজীব
এই সবুজে দৃষ্টি?
তোমার শহর রঙিন শহর
আলো নিয়ন বাতির,
পারবে তুমি রৌদ্র-মেঘের
কউ জমাতে খাতির?
তোমার শহর টাটকা দুপুর
সূর্য নূপুর দু’পায়,
কোন বাসনায় খুঁজো বেভুল
শীতল ছায়ার উপায়।
তোমার শহর কঠোর-কঠিন
অট্টালিকার বহর,
পারবে হতে অমল অতুল
মনের প্রথম প্রহর?
তোমার শহর সুখের মহল
সোনায় মোড়া খাঁটি,
মিশতে কি এই পারবে মনে
অতুল পরিপাটি?
আমার শহর বৃষ্টি,
কোন বাসনায় আমার সজীব
এই সবুজে দৃষ্টি?
তোমার শহর রঙিন শহর
আলো নিয়ন বাতির,
পারবে তুমি রৌদ্র-মেঘের
কউ জমাতে খাতির?
তোমার শহর টাটকা দুপুর
সূর্য নূপুর দু’পায়,
কোন বাসনায় খুঁজো বেভুল
শীতল ছায়ার উপায়।
তোমার শহর কঠোর-কঠিন
অট্টালিকার বহর,
পারবে হতে অমল অতুল
মনের প্রথম প্রহর?
তোমার শহর সুখের মহল
সোনায় মোড়া খাঁটি,
মিশতে কি এই পারবে মনে
অতুল পরিপাটি?