ঠিকানা : এই প্রবাসে বাঙালির ঠিকানা

প্রকাশ : ২১ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৩ , বিশেষ সংখ্যা
১৯৯৭ সালের ৪ জুলাই এক আলো ঝলমলে দিনে আমি ডিভি লটারি ভিসায় আমেরিকায় প্রথম পা রাখি। প্রথম কিছুদিন বেশ মনমরা ছিলাম এই ভেবে যে, এটা কি আসলেই স্বপ্নের দেশ? দুঃস্বপ্ন ছাড়া তো কিছুই চোখে পড়ছে না! অনেকে ভরসা দিল, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমিও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। তবে সবচাইতে বেশি যে সমস্যা, তা হলো আমার বইপড়ার অভ্যাস। মুক্তধারায় গিয়ে বই কিনি। অনেকগুলো ডলার গুনতে হতো। সেই সঙ্গে বাংলাদেশের খবরসহ অন্যান্য বিষয় জানার তৃষ্ণা। তখন আমি সাপ্তাহিক ঠিকানার সন্ধান পাই। প্রতি বুধবার সাপ্তাহিক ঠিকানার সরব উপস্থিতি আমাকে এই প্রবাসে দেশ ছেড়ে আসার কষ্ট কিছুটা হলেও লাঘব করে। মনে হয়, আমার হাতে একখণ্ড বাংলাদেশ। আমি তন্ময় হয়ে পড়ি, বাংলাদেশকে খুঁজি। সেই থেকে ‘ঠিকানা’র সঙ্গে আছি। অসংখ্য ফ্রি পত্রিকার ভিড়ে আমি পয়সা দিয়ে ঠিকানা কিনে না পড়া পর্যন্ত তৃপ্তি পেতাম না। সম্প্রতি অবশ্য ‘ঠিকানা’ও ফ্রি হয়েছে। তবু ঠিকানা ফ্রি পত্রিকার ভিড়ে স্বমহিমায় সমুজ্জ্বল।

হাঁটি হাঁটি পা পা করে সেই ‘ঠিকানা’ এবার ৩৬ বছরে পা রাখছে। ১৯৯০ সালে বাঙালির ভাষার মাস ২১ ফেব্রুয়ারিতে প্রথম আত্মপ্রকাশ করে এই পত্রিকা। দেশ ও প্রবাসের অত্যন্ত সুপরিচিত মুখ, সমাজকল্যাণে নিবেদিতপ্রাণ, সজ্জন ব্যক্তিত্ব, প্রাক্তন সাংসদ জনাব এম এম শাহীনের নিরলস ও অক্লান্ত পরিশ্রমের ফসল এই ঠিকানা।
উত্তর আমেরিকায় লাখো বাঙালির প্রাণের পত্রিকা ঠিকানা। দেশ ও প্রবাসের মাঝে ঠিকানা যেন একটি প্রাণের সাঁকো। তার প্রধান কারণ নিরপেক্ষ সংবাদ পরিবেশন। দেশের ও প্রবাসের ঘটে যাওয়া ঘটনার বিশ্লেষণসহ সুন্দর উপস্থাপন ঠিকানার প্রধান গুণ। প্রবাসে নবীন ও প্রবীণের লেখা ঠিকানা অত্যন্ত যত্নসহকারে প্রকাশ করে প্রবীণদেরকে করছেন সঠিক মূল্যায়ন এবং নবীনদের দিচ্ছেন লেখালেখিতে উৎসাহ। আমি ছাত্রজীবন থেকে ছড়া, কবিতা, গল্প লিখে থাকি। এই প্রবাসে সেই লেখালেখির মাত্রা বেড়ে যায় ঠিকানা পত্রিকায় লেখার মাধ্যমে। ঠিকানা পরিবারও আমাকে ভালোবাসা দেখিয়েছেন ২০২২ সালে শ্রেষ্ঠ ছড়াকার হিসেবে সম্মাননা প্রদান করে। আমি কৃতজ্ঞ, আমি উৎসাহিত, আমি অনুপ্রাণিত।
শিল্প, সাহিত্য, সংস্কৃতির সব ধারায় ঠিকানার অবাধ বিচরণ তথা বিশ্লেষণধর্মী পরিবেশন পাঠককে আকৃষ্ট করে বলেই ঠিকানা ইতিমধ্যে জয় করে নিয়েছে পাঠক-হৃদয়। ঠিকানা তার সামনে আসা হাজার বাধাবিঘ্ন, প্রতিবন্ধকতা দূরে ঠেলে দিয়ে চলছে অবিরাম। নিশ্চিত করে বলা যায়, ঠিকানা এই প্রবাসে একটি সফল বাংলা পত্রিকা। ‘ঠিকানা’ প্রবাসে বাঙালির ঠিকানা। আজকের এই বিশেষ দিনে ঠিকানার ৩৬তম জন্মদিনে পত্রিকা-সংশ্লিষ্ট সবাইকে অন্তরের অন্তস্তল থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
লেখক : ছড়াকার
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078