বিদেশের টানে অজানার পথে যাত্রা নিয়ে
আজো পড়ে আছি দীর্ঘ সময় ধরেই দেশান্তরে,
মহাসাগরের উপর দিয়েই আকাশ পাড়ি দিয়ে
এলাম চলে যেন এক বিশাল মাটির ঘরে!
জীবন কি শুধুই পার করেছি ছোট্ট নদীর পাড়ে?
মহাসমুদ্রের পাড়ের মাটিতে অনেক কিছুই দেখা গেল
বাংলার অনেক সন্তানও কাজের ফাঁকে জীবনযুদ্ধ করে
ভাবছেও তারা-মোদের জীবন হয়তো ভরেই গেল।
প্রবাসেতেও এসে গানও করে কত বাংলার শিল্পীরা,
যখনই শুনি প্রাণ ভরে যায় তাদেরই সুরে কত-
আসিব কি ফিরে মনের টানে না হয়ে দিশাহারা,
থাকবেও না হয়তো কখনো এই জীবনে কোনোই দ্বিমত।
কী হিসাব মেলাতেই যেন এখানে পড়ে আছি,
কী পেয়ে গেছি ডলার ছাড়াও জীবনের এই পথে?
দুয়ের মাঝে ‘প্রবাস-স্বদেশ’ শূন্য মেলাতে গেছি,
শেষ দেখা হবে হবে চলে যাই কোন অজানা শপথে-
যাব কি যাব না দেশের মাটিতে পরম আরামে,
শুয়ে থাকারই কেমন স্বপ্ন বুকে নিয়ে ভাবি-
যদি যেয়ে দেখি দুর্নীতিও ভরে গেছে ডানে-বামে
ঈশ্বরও যদি বলেন- তাহলে দোজখ স্বর্গে কোথায় যাবি?
আজো পড়ে আছি দীর্ঘ সময় ধরেই দেশান্তরে,
মহাসাগরের উপর দিয়েই আকাশ পাড়ি দিয়ে
এলাম চলে যেন এক বিশাল মাটির ঘরে!
জীবন কি শুধুই পার করেছি ছোট্ট নদীর পাড়ে?
মহাসমুদ্রের পাড়ের মাটিতে অনেক কিছুই দেখা গেল
বাংলার অনেক সন্তানও কাজের ফাঁকে জীবনযুদ্ধ করে
ভাবছেও তারা-মোদের জীবন হয়তো ভরেই গেল।
প্রবাসেতেও এসে গানও করে কত বাংলার শিল্পীরা,
যখনই শুনি প্রাণ ভরে যায় তাদেরই সুরে কত-
আসিব কি ফিরে মনের টানে না হয়ে দিশাহারা,
থাকবেও না হয়তো কখনো এই জীবনে কোনোই দ্বিমত।
কী হিসাব মেলাতেই যেন এখানে পড়ে আছি,
কী পেয়ে গেছি ডলার ছাড়াও জীবনের এই পথে?
দুয়ের মাঝে ‘প্রবাস-স্বদেশ’ শূন্য মেলাতে গেছি,
শেষ দেখা হবে হবে চলে যাই কোন অজানা শপথে-
যাব কি যাব না দেশের মাটিতে পরম আরামে,
শুয়ে থাকারই কেমন স্বপ্ন বুকে নিয়ে ভাবি-
যদি যেয়ে দেখি দুর্নীতিও ভরে গেছে ডানে-বামে
ঈশ্বরও যদি বলেন- তাহলে দোজখ স্বর্গে কোথায় যাবি?