যুদ্ধ কলহ অন্ধ বুদ্ধি ও
হিংসার ঘূর্ণি তুলছে ত্রাস
ঘনান্ধকার ধেয়ে আসছে
গোটা বিশ্বকে করছে গ্রাস
সংকটে সংসার অসহায় মানুষ
জীবনের আশায় ছুটছে দিগ্্বিদিক
ধর্মের বুলি তর্কের ধুলি বইছে জোরে ঝড়
রক্ত ঘেঁটে জল্লাদেরা মুনাফা লুটছে চতুর্দিক
ক্ষুধা মৃত্যু বিরহ চোখের জল
অকাতরে ঝরছে অবিরল
খাদ্য নেই বস্ত্র নেই
করছে মানুষ হা-হুতাশ
যুদ্ধ কলহ অন্ধ বুদ্ধি ও
হিংসার ঘূর্ণি তুলছে ত্রাস
হিংসার ঘূর্ণি তুলছে ত্রাস
ঘনান্ধকার ধেয়ে আসছে
গোটা বিশ্বকে করছে গ্রাস
সংকটে সংসার অসহায় মানুষ
জীবনের আশায় ছুটছে দিগ্্বিদিক
ধর্মের বুলি তর্কের ধুলি বইছে জোরে ঝড়
রক্ত ঘেঁটে জল্লাদেরা মুনাফা লুটছে চতুর্দিক
ক্ষুধা মৃত্যু বিরহ চোখের জল
অকাতরে ঝরছে অবিরল
খাদ্য নেই বস্ত্র নেই
করছে মানুষ হা-হুতাশ
যুদ্ধ কলহ অন্ধ বুদ্ধি ও
হিংসার ঘূর্ণি তুলছে ত্রাস