অনুসন্ধিৎসু মন তুষারে ঢাকা জানালা ভেদ করে
দূরের জানালায় পৌঁছে যায় অনায়াসে,
পথের ক্লান্তি নেই সেখানে, আছে শুধু
আশাব্যঞ্জক ব্যঞ্জনায় স্বপ্নের বুনন।
তুষার ধবল চাদরের আড়ালে যে কুন্তল ভাসে
সূর্যের আলোর মতো উত্তাপ ছড়িয়ে দিয়ে,
শীতল বাতাসে উষ্ণতার স্পর্শ সম্পর্কের ঘনত্ব
দূরত্বকে সন্নিকটে সন্নিবিষ্ট করে।
উঁকি দেয় কুহেলিকা অন্ধকারের মতো
পথিমধ্যে পথ ও পথিকের মধ্যস্থলে।
মনের বাতায়ন বন্ধ থাকে না ঝড়ের কবলে পড়ে,
বরং আরো উন্মোচিত হয় পরিস্থিতির প্রতিকূলে,
সম্পর্কের টানাপোড়েনে শীতল আবরণ
আকাশকে ঢেকে রাখে ক্ষণকালের অস্তিত্বে,
দীপ্তিময় হয়ে ওঠে পুনরায় তার নিজস্ব উজ্জ্বলতা
মেঘের অনধিকার অনুপ্রবেশ তাড়িয়ে দিয়ে।
রাত ভোর হলে জানালা খুলে দিতে হয়,
রৌদ্রস্নাত পরিমল বাতাসে পরিশুদ্ধ হয় অন্দরমহল,
অন্তরমহলেও পরিচ্ছন্নতার অনুভূতি
যার পরিবর্তনের ছোটাছুটিতে দিগ্বিদিক উদ্ভ্রান্ত।
পথ চেয়ে থাকার মধ্যে যে আশার অনুরণন
জানালায় হিরণ্ময় আলোকরশ্মির প্রতিসরণে
শিশির বিন্দুগুলো আশার আলোর মিটিমিটি উচ্ছ্বাসে
ভরে তুলে দুঃসহ প্রতীক্ষার মুহূর্তকে।
আকাশ দূর হলেও জানালায় তাকে দেখতে পাই।
দূরের জানালায় পৌঁছে যায় অনায়াসে,
পথের ক্লান্তি নেই সেখানে, আছে শুধু
আশাব্যঞ্জক ব্যঞ্জনায় স্বপ্নের বুনন।
তুষার ধবল চাদরের আড়ালে যে কুন্তল ভাসে
সূর্যের আলোর মতো উত্তাপ ছড়িয়ে দিয়ে,
শীতল বাতাসে উষ্ণতার স্পর্শ সম্পর্কের ঘনত্ব
দূরত্বকে সন্নিকটে সন্নিবিষ্ট করে।
উঁকি দেয় কুহেলিকা অন্ধকারের মতো
পথিমধ্যে পথ ও পথিকের মধ্যস্থলে।
মনের বাতায়ন বন্ধ থাকে না ঝড়ের কবলে পড়ে,
বরং আরো উন্মোচিত হয় পরিস্থিতির প্রতিকূলে,
সম্পর্কের টানাপোড়েনে শীতল আবরণ
আকাশকে ঢেকে রাখে ক্ষণকালের অস্তিত্বে,
দীপ্তিময় হয়ে ওঠে পুনরায় তার নিজস্ব উজ্জ্বলতা
মেঘের অনধিকার অনুপ্রবেশ তাড়িয়ে দিয়ে।
রাত ভোর হলে জানালা খুলে দিতে হয়,
রৌদ্রস্নাত পরিমল বাতাসে পরিশুদ্ধ হয় অন্দরমহল,
অন্তরমহলেও পরিচ্ছন্নতার অনুভূতি
যার পরিবর্তনের ছোটাছুটিতে দিগ্বিদিক উদ্ভ্রান্ত।
পথ চেয়ে থাকার মধ্যে যে আশার অনুরণন
জানালায় হিরণ্ময় আলোকরশ্মির প্রতিসরণে
শিশির বিন্দুগুলো আশার আলোর মিটিমিটি উচ্ছ্বাসে
ভরে তুলে দুঃসহ প্রতীক্ষার মুহূর্তকে।
আকাশ দূর হলেও জানালায় তাকে দেখতে পাই।