Thikana News
২৩ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

রূপ ও রুপিয়া

রূপ ও রুপিয়া
কামরুল হোসেন লিটু

পৃথিবীতে যা কিছু ঘটে তার কোনো না কোনো কারণ আছে বটে,
পাহাড়ে সমতলে মরুভূমি গহিন বনে দেশে মহাদেশে সাগরে মহাসাগরে।
প্রথম বিশ্বযুদ্ধ থেকে রাশিয়া-ইউক্রেন আর ৭৫ বছর ধরে ইসরায়েল-ফিলিস্তিন,
চুলচেরা বিশ্লেষণে দেখা যায় বহুবিধ কারণ থাকলেও মূলত সবই অর্থহীন।
মিয়ানমারে কোটি কোটি হেক্টর জমি অনাবাদি এবং জঙ্গলে ভরে আছে,
তবুও রোহিঙ্গারা বিতাড়িত জন্মভূমি থেকে, ছড়িয়েছে উদ্বাস্তু হয়ে দেশে দেশে।
ধর্মনিরপেক্ষ ভারতে ধর্মীয় সংখ্যালঘুরা চরমভাবে নির্যাতিত বছরের পর বছর,
মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে নেই গণতন্ত্র, সৌদি কুয়েত কাতার সিরিয়া ও মিসর।
রহিমা খাতুনের সংসার ভাঙল যৌতুকে আর করিমের পরকীয়ায়,
আবার বহু মেয়ের ঘর টেকে না ভালো চাকরি ব্যবসা বা লাভজনক পেশায়।
হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান কালো সাদা জাতি উপজাতি ও গোত্র,
কোর্টে কাছারিতে হাসপাতালে কারাগারে বাসে ট্রেনে গ্রামে গঞ্জে খোঁজ নিয়ে দেখুন সর্বত্র।
বহু ব্যাখ্যা বিশ্লেষণ আর ভাবিয়া পেয়েছি সবকিছুর মূলে রয়েছে নারী,
পৃথিবীতে আশা থেকে যাবতীয় কার্যাবলির গন্তব্য ওই বেহেশতি হুরপরী।
সিডনি থেকে সিমলা তাজমহল থেকে নায়াগ্রা ফলস দেখেছি অনেক ঘুরিয়া,
এই দুনিয়ার সবকিছুর মূলে এবং সব মানুষ বোঝে রূপ ও রুপিয়া।
 

কমেন্ট বক্স