Thikana News
২৩ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

বন্ধুত্ব ও ভালোবাসা

বন্ধুত্ব ও ভালোবাসা
বন্ধুত্ব হলো মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক। বন্ধুত্ব শব্দের মাঝে মিশে আছে নির্ভরতা আর বিশ্বাস। বন্ধুত্ব ও ভালোবাসা এ যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। দুটি সম্পর্ক একই সুতোয় গাঁথা। বন্ধুত্ব মানেই যেন হৃদয়ের সবটুকু আবেগ নিংড়ে, ভালোবাসা দিয়ে মন খুলে কথা বলা। আত্মার শক্তিশালী বন্ধন হলো বন্ধুত্ব। হয়তো শব্দ দুটি ভিন্ন, কিন্তু সম্পর্কের দায়িত্বগুলো প্রায় একই। তারপরও রয়েছে দুটি সম্পর্কের মাঝে ভিন্নতা এবং পার্থক্য। কিন্তু সে পার্থক্য অনেক সময় ধরা যায় না। বন্ধুকে অনেকে প্রেমের সঙ্গে বা ভালোবাসার সঙ্গে গুলিয়ে ফেলেন।

বন্ধুত্ব ও ভালোবাসা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, একটা কথা আছে-প্রেম মন্দির ও বন্ধুত্ব বাসস্থান। মন্দির হতে যখন দেবতা চলে যায়, তখন সে আর বাসস্থানের কাজে লাগতে পারে না, কিন্তু বাসস্থানে দেবতা প্রতিষ্ঠা করা যায়। কার কাছে কোন সম্পর্কটি বেস্ট, তা আমি জানি না। তবে আমার কাছে বন্ধুত্বই বেস্ট মনে হয়। কারণ, বন্ধুত্ব মচকায় কিন্তু সহজে ভাঙে না। কিন্তু ভালোবাসা! তা মচকায় কম, বেশির ভাগ ক্ষেত্রেই ভেঙে যায়। তাহলে চলুন দেখে নিই দুটি সম্পর্কের সংজ্ঞা-

বন্ধুত্ব : বন্ধুত্ব হলো সেই সম্পর্ক, যেই সম্পর্কে নেই কোনো নিয়মনীতি। করা লাগে না কথা বলার সময় ভাবনা-চিন্তা। আপনার যখন যা ইচ্ছা তা-ই বন্ধুকে বলতে পারবেন। আপনার মনের সব কথা ভেঙে ভেঙে বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারবেন আপনার লাইফের গোপন যত কথাই থাকুক, সব শেয়ার করতে পারবেন আপনার বন্ধুর সঙ্গে।

তাই তো নিটসে বলেছেন, ‘বিশ্বস্ত বন্ধু হচ্ছে প্রেরণাকারী ছায়ার মতো। যে তা খুঁজে পেল, সে একটি গুপ্তধন পেল।’

বন্ধু বুঝবে আপনার মনের আনন্দ বা দুঃখ। কখনো সিরিয়াস কোনো কথা নিয়েও মজা করবে আবার মজা করা শেষে দেবে আপনাকে সান্ত্বনা।

তাইতো বন্ধুত্বের জন্য গেয়ে ওঠা যায় :
হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে,
দেখা হবে তোমার-আমার অন্য দিনের ভোরে।
বন্ধুত্ব করা যায় সবার সঙ্গেই, যেখানে থাকে না কোনো বয়সভেদ বা লিঙ্গ ভেদাভেদ। আপনার যাকে ভালো লাগে, তার সঙ্গেই বন্ধুত্ব করতে পারবেন। আপনি যেকোনো সমস্যার সমাধান পাবেন আপনার বন্ধুটির কাছে। আপনার জীবনে যদি কয়েকজন বন্ধু থাকে, তাহলেই আপনি অনেক সুখী। তাই তো কবিগুরু বলেছেন :

‘বন্ধুত্ব বলিতে তিনটি পদার্থ বুঝায়। দুই জন ব্যক্তি ও একটি জগৎ। অর্থাৎ দুই জনে সহযোগী হইয়া জগতের কাজ সম্পন্ন করা। আর, প্রেম বলিলে দুই জন ব্যক্তি মাত্র বুঝায়, আর জগৎ নাই। দুই জনেই দুই জনের জগৎ। অতএব বন্ধুত্ব অর্থে দুই এবং তিন, প্রেম অর্থে এক এবং দুই।’

কারণ, এই বন্ধুগুলোর জন্য আপনার মনটা কখনো খারাপ হওয়ার সুযোগ পায় না। সব সময় আড্ডা আর বিনোদনের মাঝেই জীবনটা কেটে যায়। আপনি ইচ্ছে করলেই অনেকের সঙ্গে বন্ধুত্ব করতে পারবেন। সময়ের প্রয়োজনে বা ভাগ্যের খেলায় বন্ধু দূরে সরে যেতে পারে কিন্তু মনের দূরত্ব কখনোই তৈরি হয় না। স্কুল শুরুর দিনে যে ছেলেটি বা মেয়েটি আপনার পাশে বসেছিল, তাকে কি ভোলা যায় সহজে?

তাই তো জীবনানন্দ দাশ বলেছিলেন:
‘যদি থাকে বন্ধুর মন গাং পাড় হইতে কতক্ষণ।’

ভালোবাসা : যা নির্ভর করে আত্মবিশ্বাসের ওপর। ভালোবাসা বা প্রেম হলো সেই সম্পর্ক, যেই সম্পর্কে থাকে অনেক নিয়মনীতি। কথা বলার সময় অনেক ভেবেচিন্তে কথা বলতে হয়। কথা বলার আগেই ভাবতে হয় এটা বললে আবার ও রাগ করবে না তো! আপনার যখন যা ইচ্ছা তা শেয়ার করতে পারবেন না। কারণ, সেই মানুষটি আপনার সব কথা সাধারণভাবে না-ও নিতে পারে। মাঝে মাঝে দেখা যাবে আপনার অতি সাধারণ কথায় সেই মানুষটি রাগ করে ফেলতে পারে। আপনি হয়তো মাঝে মাঝে তার কাছ থেকে সান্ত্বনা পেতে পারেন। তবে অনেক সময় ঝাড়িও খাওয়া লাগতে পারে। এই সম্পর্কটা হয় সাধারণত দুটি ছেলেমেয়ের মাঝে। দুজনের থাকে বয়সের পার্থক্য বা অনেক সময় সমবয়সী কারও সাথেও হতে পারে। সম্পর্কটা গড়ে ওঠার পর থেকেই আপনার মনে বাসা বাঁধতে পারে তাকে হারানোর ভয়। এই সম্পর্কটি একসঙ্গে অনেকের সাথে করা যায় না (যারা করে তারা প্রকৃতভাবে ভালোবাসে না কাউকেই)।

সেই মানুষটির কারণে অনেক সময় আপনার মন ভালো থাকতে পারে আবার অনেক সময় মন খুবই খারাপ থাকতে পারে। (যার কারণে আত্মহত্যার মতো মহাপাপ করতেও দ্বিধাবোধ হয় না)। ভালোবাসা কী? তা এককথায় বলা যায়, জীবনসাথি আর বন্ধুত্ব মানে কাছের একজন মানুষ। যার সঙ্গে দুঃখ এমনকি ভালোবাসার মানুষের সঙ্গে মনোমালিন্য হলে সেই কথাও বন্ধুর সঙ্গে অনায়াসে শেয়ার করা যায়, যা অন্য কারও সঙ্গে করা যায় না। মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে, এমন কিছু কথা আছে, যা কাউকে বলা যায় না এমনকি জীবনসাথিকেও না কিন্তু বন্ধুর সঙ্গে তা ঠিকই শেয়ার করা যায়। তাই আমার কাছে সব মিলিয়ে বন্ধুত্ব সম্পর্কটাই বেস্ট মনে হয়।

কহিলাম কেবলই কেবলাকান্তের কল্পনা।
অনেক ভালো থাকুক সবাই।
 

কমেন্ট বক্স