গত জুনে বাংলাদেশসহ বিশ্বের বেশ কটি দেশে মুক্তি পায় শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’। ছবিটি তুমুল সাড়া ফেলে দর্শকের মধ্যে। ঢালিউডের সর্বাধিক ব্যবসাসফল সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে এটি। জনপ্রিয় এ সিনেমা ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত ৩ নভেম্বর। সেখানেও ভালো ব্যবসা করেছে। উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়ায়ও প্রিয়তমার সাফল্য ঈর্ষণীয়। ২২ আগস্ট ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সিনেমাটি।
এবার সিনেমাটি মধ্যপ্রাচ্যের তিনটি দেশে মুক্তি পেয়েছে। কাতার, দুবাই ও বাহরাইনে। মধ্যপ্রাচ্যে প্রিয়তমা মুক্তির বিষয়টি নির্মাতা হিমেল আশরাফ নিশ্চিত করেছেন। প্রবাসী বাংলাদেশিদের এ সুখবর দিয়ে নির্মাতা লেখেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি অলটাইম ব্লকবাস্টার সিনেমা প্রিয়তমা এবার মধ্যপ্রাচ্যের তিনটি দেশে মুক্তি পাচ্ছে। ২৩ নভেম্বর সিনেমাটি তিন দেশের চার শহরে মুক্তি দেওয়া হয়েছে।’
এরপর সিনেমা প্রদর্শনের স্থান ম্যানশন করে দেন তিনি। সিনেমাটি সিনেকো অ্যাট সিফ মেগাপ্লেক্স বাহরাইন, সিনেকো অ্যাট সিটি সেন্টার মল কাতার, স্টার সিনেমা অ্যাট সাফির মোস্তফা আবুধাবি, স্টার সিনেমা অ্যাট আল ঘুরারি সেন্টার দুবাই ও ভক্স সিনেমাস দুবাইয়ে মুক্তি দেওয়া হয়েছে।
হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমায় শাকিব খানের নায়িকা কলকাতার ইধিকা পাল। এ ছাড়া আছেন লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, ডন, শিবা শানু প্রমুখ। এটি প্রযোজনা করেছে ভার্সেটাইল মিডিয়া।
ঠিকানা/এম