Thikana News
০৭ ডিসেম্বর ২০২৩
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

তিন দিনে ২০১ ফরম বিক্রি তৃণমূল বিএনপির

তিন দিনে ২০১ ফরম বিক্রি তৃণমূল বিএনপির ছবি সংগৃহীত
মনোনয়নপ্রত্যাশীদের মাঝে তিন দিনে ২০১টি ফরম বিক্রি করেছে তৃণমূল বিএনপি। এর মধ্যে গত শনিবার প্রথম দিনে ৩৭ জন, পরদিন দ্বিতীয় দিনে ৪৭ জন এবং সোমবার (২০ নভেম্বর) তৃতীয় দিনে ১১৭ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর তোপখানা রোডে তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রির এই কার্যক্রম চলছে। দলটির পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জানা গেছে, মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শেষে তৃণমূল বিএনপির মনোনয়ন বোর্ড মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ এবং মনোনয়ন চূড়ান্ত করবে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স