Thikana News
১০ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কত টাকা পেল? 

বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কত টাকা পেল?  বিশ্বকাপ হাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ছবি : ক্রিকেট অস্ট্রেলিয়া


ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসর বিশ্বকাপ। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর বসেছিল ভারতে। ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে গত ৫ অক্টোবর শুরু হয় বিশ্বকাপ। ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ের মধ্য দিয়ে ১৯ নভেম্বর (রবিবার) শেষ হয়েছে বিশ্বকাপ। দুর্দান্ত ছন্দে থাকা ভারতকে ছয় উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন হওয়ায় শিরোপার পাশাপাশি আইসিসির কাছ থেকে আর্থিক পুরস্কারও পেয়েছে অসিরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী, বিশ্বকাপজয়ী দলকে দেওয়া হয়েছে চার মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৪ কোটি টাকার বেশি। এ ছাড়া, গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য বিজয়ী দলকে দেওয়া হয়েছে ৪০ হাজার মার্কিন ডলার। অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে সাত ম্যাচে জয় পেয়েছে। সেই হিসেবে তারা পাবে দুই লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা তিন কোটি ৯ লাখ টাকার মতো। সব মিলিয়ে সদ্য শেষ হওয়া বিশ্বকাপ থেকে অসিদের আর্থিক প্রাপ্তি ৪৭ কোটি টাকার বেশি।

এ ছাড়া, রানার্সআপ হিসেবে ভারত পাবে দুই মিলিয়ন মার্কিন ডলার বা ২২ কোটি টাকা। গ্রুপ পর্বের ৯ ম্যাচের প্রত্যেকটি জিতে ভারত পেয়েছে তিন লাখ ৬০ হাজার মার্কিন ডলার বা প্রায় চার কোটি টাকা। সবমিলিয়ে বিশ্বকাপ থেকে রোহিত শর্মার দলের আর্থিক প্রাপ্তি ২৬ কোটি টাকা।

এবারের বিশ্বকাপের মোট প্রাইজমানি ধরা হয়েছিল ১০ মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বকাপজয়ী দল পেয়েছে চার মিলিয়ন মার্কিন ডলার। রানার্সআপ দল পেয়েছে দুই মিলিয়ন মার্কিন ডলার। সেমিফাইনালে বাদ পড়া নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা পেয়েছে আট লাখ মার্কিন ডলার করে। রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া বাকি ছয় দলের সবাই পেয়েছে এক লাখ মার্কিন ডলার করে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স