Thikana News
০৭ ডিসেম্বর ২০২৩
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

বিশ্বকাপে গ্যালারিতে উষ্ণতা ছড়ানো কে এই আফগান তরুণী

বিশ্বকাপে গ্যালারিতে উষ্ণতা ছড়ানো কে এই আফগান তরুণী ওয়াজমা আয়োবি ছবি : সংগৃহীত
ক্রিকেট কিংবা ফুটবল বিশ্বকাপে ম্যাচ চলাকালে গ্যালারিতে দর্শকদের অন্যরকম এক আমেজ থাকে। ক্যামেরায় ধরা পড়ে নানা রকম মজার দৃশ্য। কেউকেউ দর্শকদের সারিতে নিজের প্রিয় দলের জন্য গলা ফাটিয়ে ভাইরাল হন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবারের ক্রিকেট বিশ্বকাপেও আলোচিত হন এক আফগান সুন্দরী। নাম তার ওয়াজমা আয়োবি। 

আফগানিস্তানের এই মেয়ে রশিদ খানদের সমর্থন করলেও, ভারতের জন্য তাকে গলা ফাটাতে দেখা গেছে এবারের আসরে। নিউজিল্যান্ড বনাম ভারতের সেমিফাইনালেও ওয়াজমাকে দেখা গেছে গ্যালারিতে। মোহাম্মদ শামির পারফরম্যান্সে মুগ্ধ এই আফগান রমণী। 

নিজের মাইক্রোব্লগিং ওয়েবসাইটে একটি পোস্টে তিনি লিখেন, ‘ওএমজি, ৭ উইকেট! কী প্রভাব এবং একজন দুর্দান্ত ক্রিকেটার। 

মূলত আফগান এই সুন্দরী একজন ব্যবসায়ী এবং সমাজকর্মী। কর্মসূত্রে দুবাই থাকা হয় তার। শুধু এই বিশ্বকাপ নয়, এশিয়া কাপের সময়ও ওয়াজমাকে দেখা গেছে গ্যালারিতে উষ্ণতা ছড়াতে। আফগানিস্তানের মেয়ে হলেও ক্রিকেটে সমর্থন করেন ভারতকে। ভারতের জার্সি গাঁয়ে প্রায় ম্যাচে উপস্থিত থাকেন গ্যালারিতে।


ঠিকানা/এম

কমেন্ট বক্স