Thikana News
০৭ ডিসেম্বর ২০২৩
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

ব্রাজিল-আর্জেন্টিনার হার

ব্রাজিল-আর্জেন্টিনার হার ছবি সংগৃহীত
লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে হারের মুখ দেখল আর্জেন্টিনা ও ব্রাজিল। ঘরের মাঠে উরুগুয়ের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। কলম্বিয়ার বিপক্ষে এগিয়ে থেকেও ২-১ গোলের ব্যবধানে হেরেছে ব্রাজিল। টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের ৫-এ নেমে গেছে ব্রাজিল। উরুগুয়ের বিপক্ষে হেরেও টেবিলের শীর্ষস্থান আর্জেন্টিনার দখলে।

বুয়েন্স এইরেসে ১৭ নভেম্বর শুক্রবার বাংলাদেশ সময় সকালে ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে উরুগুয়ের মুখোমুখি হয় আর্জেন্টিনা। এদিন চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখেই লড়াই করে উরুগুয়ে। লিওনেল মেসির ব্যর্থতার দিনে হারের মুখ দেখতে হয় আলবিসেলেস্তাদের। ম্যাচের ৪১ মিনিটে আরাউহো ও ৮৭ মিনিটে নুনেজের গোল উরুগুয়েকে জয় এনে দেয়। আগের ম্যাচেই ব্রাজিলকে হারিয়েছিল দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি। বাছাইয়ে টানা চার জয়ের পর প্রথম হারল আর্জেন্টিনা, যদিও ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

উরুগুয়ের কাছে আগের ম্যাচ হারা ব্রাজিল এদিন মাত্র ৪ মিনিটেই কলম্বিয়ার বিপক্ষে এগিয়ে যায়। কদিন আগেই কিডন্যাপারদের হাত থেকে বাবা-মাকে ফিরে পাওয়া লুইজ দিয়াজ ম্যাচের ৭৫ ও ৭৯ মিনিটে দুই গোল করে খেলা কলম্বিয়ার দিকে ঘুরিয়ে দেন। তাতেই পিছিয়ে পড়া কলম্বিয়া জয় নিয়ে মাঠ ছাড়ে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স