Thikana News
১৩ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

আমি এখন সম্পূর্ণ সুস্থ : তানজিন তিশা

আমি এখন সম্পূর্ণ সুস্থ : তানজিন তিশা


সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম তাঁর ফেসবুক পেজে এক স্ট্যাটাসে অভিনেত্রী তানজিন তিশা  লেখেন, ‘আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম এবং সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো, গতরাতে আমার ফুড পয়জনিং-এরপরে কিছু ব্যাপারে আমার অবস্থা খারাপ ছিল। তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইডইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। আমি এখন সম্পূর্ণ সুস্থ। আরো একটি বিষয় বলতে চাই, আমার বাবা গত দুই বছর আগে বাবা মারা যান এবং বিষয়টি আমাকে এতোটাই শক্ত করে যে এই ধরনের পদক্ষেপ আমি এ রকম কোনো মানুষ অথবা যে কোনো মানুষের জন্যই জীবনে নিব না।’

সবাইকে একটি বিষয় বলতে চাই যেটা আগেও বলেছি, ‘‘আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দু মাত্র আপত্তি নেই। কিন্তু আমি একটি বিষয় বলতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে, যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে (মিডিয়ার কিছু মানুষ) তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে স্পেশালি (আমার ফিমেল-মেল কো-আর্টিস্ট, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ)।’’

সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্স করবেন বলে উল্লেখ তরে তিশা আরও লেখেন, ‘যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন। তাদের প্রত্যেকটা মানুষের নাম ম্যানশন করে অতি শীঘ্রই আমার শুভাকাঙ্খিদের জন্য সাংবাদিক ভাই-বোনদের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করবো। ধন্যবাদ।’

এর আগে পরিবারের বরাত দিয়ে গণমাধ্যমকে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, ‌‘গতরাতে হঠাৎ করে (তানজিন তিশা) অসুস্থ হয়ে গেলে তাঁর বোন তাঁকে প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যান। এ সময় তিশার বুকে ব্যথা ও বমিসহ নানা উপসর্গ ছিল। এরপর ঢাকা মেডিকেলে ভিড় বেশি দেখে তাঁরা জরুরি ভিত্তিতে তাঁকে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যান।’

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স