জলি আহমেদ : নিউইয়র্কের জনপ্রিয় হোমকেয়ার সেবাদাতা প্রতিষ্ঠান সারাহ হোমকেয়ারের ব্রঙ্কস শাখার উদ্বোধন করা হয়েছে গত ১২ নভেম্বর রোববার। নতুন এই শাখার মাধ্যমে সিডি প্যাপ ও হোমকেয়ারসহ আরো নানান সেবা গ্রহণের সুবিধা রয়েছে। নতুন এই শাখার উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারাহ হোমকেয়ারের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল খালেক এবং পরিচালক অ্যাডভোকেট রিদওয়ানা সেতুর সঞ্চালনায় প্রাণবন্ত হয়ে উঠে উদ্বোধনী অনুষ্ঠানটি।
সারাহ হোমকেয়ারের প্রেসিডেন্ট ডা. শাহজাদী পারভীন সারাহ এবং ভাইস প্রেসিডেন্ট ডা. জি সি পাটেলের সরব উপস্থিতি অনুষ্ঠানটি ভিন্নমাত্রা যোগ হয়। তারা দুজনেই নতুন শাখা নিয়ে বেশ আশাবাদী। সহযোগী ও সহকর্মীদের উদ্দেশে তারা উৎসাহমূলক বক্তব্য দেন।
ডা. শাহজাদী পারভীন সারাহ বলেন, আমি একজন ফার্মাসিস্ট। কিন্তু বয়ষ্ক মানুষগুলো যেন সঠিক বেনিফিট পায় সে লক্ষ্য থেকেই হোমকেয়ার করেছি। মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে তিনি মা ফাউন্ডেশন নামে আরো একটি ননপ্রফিট অর্গানাইজেশন গড়ে তুলেছেন।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্য উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিক আব্দুল লতিফ সম্রাট, সাংবাদিক রিটা রহমান, আলহাজ সোলায়মান ভাইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, লেখক আহবাব চৌধুরী, ফয়েজ চৌধুরী, ইমরান শাহ রন, আনোয়ারুল আলম।
বিশিষ্ট ব্যক্তিদের অনুষ্ঠানে উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়।
সারাহ হোমকেয়ার এ বিশেষ আবদানের জন্য সহকর্মীদের হাতে উপহার তুলে দেয়া হয়। তারা হলেন- লিয়াকত আলী, সোলায়মান, আনোয়ার জাহিদ, লিটন কোহিনুর, শিউলী।
অনুষ্ঠানে মনোমুগ্ধকর নাচ পরিবেশন করেন বাফার নৃত্যশিল্পিরা। গান পরিবেশন করেন আলী মাহমুদ ও ন্যান্সি।
সবশেষে কেক কেটে নতুন শাখার শুভ সূচনা করা হয়।