নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ক্রমবর্ধমান বাংলাদেশি কমিউনিটির শিল্প ও সংস্কৃতিসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডকে আরো সুশৃঙ্খল ও গতিশীল করার অঙ্গীকারে জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইনক (জেবিএ) নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। গত ১০ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় জ্যামাইকার একটি রেস্টুরেন্ট মিলনায়তনে এক সভায় নবগঠিত জেবিএ’র উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।
অনুষ্ঠিত সংগঠনের প্রথম সভায় ঘোষিত নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহ নেওয়াজ, সিনিয়র সহ-সভাপতি মনোনীত হয়েছেন আহসান হাবিব এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাব্বী সৈয়দ।
কমিটি গঠনের আগে সভা পরিচালনা করেন কুইন্স কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব। সভার প্রথম পর্বে বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের মতামত ব্যক্ত করার পর উপস্থিত পাঁচজনকে কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়। তারা হলেন- নাসির আলী খান পল, ফখরুল আলম, কাজী আজহারুল হক মিলন, তৈয়বুর রহমান হারুন ও মোহাম্মদ আলী। পরবর্তীতের তাদের প্রস্তাবে জেবিএ’র প্রস্তাবিত নতুন উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। প্রয়োজনে প্রস্তাবিত কার্যকরী কমিটি সংশোধন বা সংযোজন হতে পারে এবং উপদেষ্টা পরিষদের সকলেই সমমর্যাদায় উপদেষ্টা হবেন বলে জানান সংগঠনের অন্যতম প্রধান উদ্যোক্তা আহসান হাবিব।
উপদেষ্টা পরিষদ: নাসির আলী খান পল, মোর্শেদ আলম, আউয়াল সিদ্দিকী, কাজী আজহারুল হক মিলন, ফখরুল আলম, মোহাম্মদ তৈয়বুর রহমান হারুন, আজহার হক, মোস্তাক আহমেদ নিউটন, আকাশ রহমান, অ্যাডভোকেট মতিউর রহমান, রেজাউল করীম চৌধুরী, রাফাত হোসাইন, খলিলুর রহমান, শেখ ইলিয়াস হাবীব, শাহ মোয়াজ্জেম, আলমগীর ভূইয়া, কাজী হেলাল আহমেদ, রুবাইয়া রহমান, মোহাম্মদ কবীর, আকতার রহমান ও ডা. নার্গিস রহমান।
কার্যকরী পরিষদ: সভাপতি শাহ নেওয়াজ, সিনিয়র সহ সভাপতি- আহসান হাবিব, সহ-সভাপতি মাকসুদ চৌধুরী ও রীনা সাহা, সাধারণ সম্পাদক রাব্বী সৈয়দ, সহ সাধারণ সম্পাদক আনজাম সিদ্দিকী রাফি, কোষাধ্যক্ষ আহনাফ আলম, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, সাহিত্য সম্পাদক মনজুর কাদের, সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান বাবু, সহ-সাংস্কৃতিক সম্পাদক মরিয়ম মারিয়া, প্রচার সম্পাদক জলি আহমেদ, আইন বিষয়ক সম্পাদক কামরুজ্জামান বাবু, সমাজকল্যাণ সম্পাদক সামিউল করিম আলমগীর, ক্রীড়া সম্পাদক সজিব চৌধুরী, দপ্তর সম্পাদক বদরুদ্দোজা সাগর, আপ্যায়ন সম্পাদক মোতালিব সিকদার, মহিলা বিষয়ক সম্পাদক কবি সালেহা ইসলাম।
কার্যকরী সদস্য: মোহাম্মদ আলী, মোসলেহ উদ্দিন খান সেলিম, ডিউক খান, সেলিম খান, ডা. নাফিসুর রহমান, শেখ হায়দার আলী, কাজী জামান বিটু, সুলতান বোখারী, শিবলী নোমানী, মনিউর রহমান জাহাঙ্গীর, শামস চৌধুরী রুশো, সোহেল সীমান্ত, হাফিজ উদ্দিন, ডা. আইরুন নাহার রুলী, নাজিয়া জাহান, মাহবুবুল ফিরোজ, হুমায়ুন কবীর তুহিন ও মোস্তফা অনিক রাজ।
নতুন সংগঠন নিউইয়র্কে বাংলাদেশ কমিটির মানুষের প্রয়োজনে যথাযথ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন জ্যামাইকার সব শ্রেণিপেশার মানুষ।
সর্বসম্মতভাবে সভাপতি নির্বাচিত হওয়ার পর শাহ নেওয়াজ বলেন, একটি ঐক্যবদ্ধ জ্যামাইকা গঠনই আমার প্রথম ও প্রধান কাজ।
সিনিয়র সহ-সভাপতি আহসান হাবিব বলেন, প্রথমেই স্বচ্ছতার জায়গাটি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র তৈরী করব। আর তারপর কমিউনিটির সবার কল্যাণে আত্মনিয়োগ করব।
সবশেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয় এবং আবৃত্তি ও শুভ্র সুন্দর সুরের মুর্ছনায় সকলে উল্লাস করেন।