Thikana News
১৪ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

জীবন মৃত্যু

জীবন মৃত্যু
ফ্রান্সিস মানিক ফলিয়া 

মৃত্যু অস্ত, পশ্চিমে শেষ, অন্ধকার কালো আঁধার 
সবাই বলে মৃত্যুর স্বাদ পেতে হবে, কি রকম, কোন কি উত্তর আছে তার 
জন্ম উদয় পূর্বে, নির্বোধ নিষ্পাপ শিশুকাল হাসিখেলা 
মাঝখানে বিধাতার পুতুল খেলে যায় আপন নিয়মে এরা। 
মৃত্যু রাস্তায় পড়ে থাকা খালি দুধের প্লাস্টিকের গ্যালন 
অথবা এক ফালি কাঠ, ইট, পাথর, বালুকণা, শুকনো পাতা 
পায়ের তলে, চাকার তলে পিষ্ট হয়ে টুকরো টুকরো হওয়া 
মৃত্যু সাদা কাপড়ের নিচে নিজের দেহকে পাতা
জন্ম হাসি, আনন্দ মাতি সৃষ্টির উল্লাসে আহ কি সুখ 
মৃত্যু কান্না, নিরানন্দ, ভাসি শোকের সাগরে আহ কি দুখ 
অর্থ টাকা কড়ি, অস্থাবর স্থাবর সব শেষ 
মৃত্যুকে বিদায় জানিয়ে ফিরাবার বারবার শখ 
এ মৃত্যু, মৃত্যু নয়, এ মৃত্যু জীবনে পরিত্রাণ 
মৃত্যুর পূর্বেও মৃত্যু হয় সবার, বোঝে সে জ্ঞান আছে যার
কতবার মরেছে সে মৃত্যুর পূর্বে বিধাতার কাছে ক্ষম বারবার 
কড়া নাড়ার শব্দে দোর খোল বারবার শক্তি নেই আর। 
মৃত হয়ে ফিরে যাও জন্মের আগে যেখানে ছিলে 
তোমার কোন অস্তিত্ব ছিল না, যদি কেহ না মানতে সৃষ্টির উল্লাসে 
তোমার শুরুতে লেখা হয়ে যায় এক দিন তুমি শেষ 
জন্ম, মৃত্যুর খেলায় শ্রষ্টা খেলছে আপন অভিলাষে। 

কমেন্ট বক্স