পবিত্র গেয়ারবী শরীফ ও ফাতেহা-ই-ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ নিউ ইয়র্ক শাখার উদ্যোগে ব্রুকলিনের চট্টগ্রাম সমিতি (৫৪৫ ম্যাকডোনাল্ড এভিনিউ) ভবনে গত ২৭ অক্টোবর, শুক্রবার বাদ আছর হতে প্রথম অধিবেশনে মাসিক গেয়ারবী শরিফ আদায় করা হয়। অতঃপর দ্বিতীয় অধিবেশন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সহ সাঃ সম্পাদক মাওলানা শেখ মোস্তফা কামালের পরিচালনায় মাহফিলে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন সদস্য মোঃ সিরাজুল মোস্তফা এবং নাত পরিবেশন করেন মোঃ ইসতিয়াক হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল হক চৌধুরী। এতে আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সৈয়দ হেলাল মাহমুদ, আলহাজ্ব কবির আহম্মদ ও মোঃ হোসেন, সংগঠনের সহ সভাপতি হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী, সহ সভাপতি মোঃ নাদের, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মোঃ নুরুন্নবী ফারুকী ও মাওলানা জাফর সাদেক। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন , সাংগঠনিক সম্পাদক মোঃ ইউছুফ আলী, মোঃ রাসেল, অর্থ সম্পাদক মোঃ আক্তার হোসেন , আক্তারুল আজম, সহ-সভাপতি মোঃ মুরাদুল আলম চৌধুরী, প্রচার সম্পাদক মো: আবু ছালেক, মো: ইয়াহিয়া ও মো: জাহেদ সহ আরও অনেকে।
মাহফিলে বক্তারা বলেন,মহান আল্লাহ পাক যুগে যুগে নবী ও রাসুলগণকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আখেরী নবী মুহাম্মদ (সাঃ)- এর পর আর কোনো নবী দুনিয়াতে পাঠাননি কিন্তু আউলিয়া কেরামের বেলায়তের যুগ জারী রেখেছেন, আউলিয়া কেরামগণ নবী ও রাসুলগনের পথ অনুসরণ করেছেন এবং সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়ে দ্বীন ও ইসলামের দাওয়াত প্রচার করেছেন, তারই ধারাবাহিকতায় পীরানে পীর দস্তগীর মীর মহিউদ্দীন আবদুল কাদের জীলানী (রাঃ) ছিলেন বড়পীর। তিনি ছিলেন আল্লাহপদত্ত অনেক কারামতের অধিকারী।
তিনি মাতৃগর্ভের আঠার পারা কুরআনের হাফেজ ছিলেন। বক্তারা বলেন, পীর আউলিয়াদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, তারা স্পষ্ট ভাষায় ইংগিত দিয়ে বলেন বর্তমানে কিছু সংখ্যক আলেম নামধারী ব্যক্তিরা ইসলামের ইতিহাস ও ওলি আউলিয়াদের অস্বিকার করে এবং কুরআন ও হাদীসের অপব্যাখ্যা প্রচারে সর্বদা মগ্ন থাকেন, বক্তারা এসব চিহ্নিত বাতেল ও মোনাফেকদের কাছ থেকে ঈমানদার মুসলমানদের সাবধান থাকার জন্য আহবান জানান। পরিশেষে সভাপতির বক্তব্য, সালাতু সালাম,দরুদ কেয়াম ও মোনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।