গাজা উপত্যকায় তিনদিনের যুদ্ধ বিরতি দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার ফোনালাপে নেতানিয়াহুকে এ কথা বলেন বাইডেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ফোনালাপে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বাইডেন বলেন, যুদ্ধবিরতি হামাস বিদ্রোহীদের হাতে ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করবে। যুক্তরাষ্ট্রের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস নিউজ জানিয়েছে, গাজা ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও কাতার একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছে। তিন দিনের বিরতি দেওয়া হবে যেনো হামাস ১০ থেকে ১২ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়। এছাড়াও হামাসের হাতে বন্দি থাকা ইসরাইলিদের একটি তালিকা করে সেগুলো যাচাই-বাছাইও করা হবে।
এদিকে ইডেনের এই অনুরোধের জবাবে নেতানিয়াহু বলেছেন, তিনি হামাসকে বিশ্বাস করেন না। তাছাড়া তাদের উদ্দেশ্য দেখে মনে হয় না যে, তারা বন্দিদের বিষয়ে সমঝোতা করতে চায়। যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এ মন্তব্য অস্বীকার করেছে। অন্যদিকে হোয়াইট হাউস এ বিষয়ে তাদের কোন মন্তব্য জানায়নি।
গত ৭ অক্টোবর থেকে গাজায় বিমান হামলা শুরু হওয়ার আজ ৩৩ দিন। হামাসের হামলায় ১ হাজার ৪শ’ জনের বেশি ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। হামলার শুরুর প্রথম দিনই ২৩২ জনকে জিম্মি করে গাজায় নিয়ে গেছে হামাস।
ঠিকানা/এসআর