ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ ২২ জুলাই (মঙ্গলবার) প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এই তথ্য নিশ্চিত করেছেন।
অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘শিক্ষার্থীদের দাবি মেনে শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদের বাকি দাবিগুলো বিশ্লেষণে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।’
তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও তার ফেসবুকে একই ধরনের বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, "মাইলস্টোন ট্রাজেডি পূর্ণাঙ্গ তদন্তে শীঘ্রই কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ।"
এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও তার ফেসবুক পোস্টে দাবি করেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে।
এর আগে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশসহ ছয় দফা দাবি বাস্তবায়ন ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে দুপুর ২টার দিকে সচিবালয় ঘেরাও করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
এ সময় বৃষ্টি উপেক্ষো করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। ছাত্ররা বলছে, নিহতদের প্রকৃত তথ্য আড়াল করা হচ্ছে। পাশাপাশি শিক্ষা সচিব গতকাল থেকে খারাপ আচরণ করেছে। এজন্য তার পদত্যাগ দাবি করছি।
এ সময় একজন উপদেষ্টা এসে কথা বললে ছাত্ররা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। এখন পর্যন্ত বিক্ষোভ চলছে।
রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর থেকে বিমান বাহিনীর যুদ্ধবিমানটি উড্ডয়নের পরপরই দুপুর সোয়া ১টার দিকে উত্তরার মাইলস্টোনে স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনের ওপর আছড়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্ধারের কাজ শুরু করেন।
যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ঘটনায় আজ মঙ্গলবার দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এবং আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ঠিকানা/এএস