নিউইয়র্ক স্টেটের সাবেক গভর্নর ও বর্তমান সিটির মেয়র প্রার্থী অ্যান্ড্রু ক্যুমো ২০২৭ সালের মধ্যে প্রতি ঘন্টায় ২০ ডলার ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব করছেন।
তিনি একটি প্রচারণা সমাবেশে ঘোষণা করেছেন যে, নির্বাচিত হলে তিনি নিউইয়র্ক সিটির ন্যূনতম মজুরি ২০ ডলারে উন্নীত করার প্রস্তাব করবেন। যদিও এর জন্য তার নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এবং রাজ্য আইনসভার অনুমোদনের প্রয়োজন হবে।
তিনি কর্মজীবী পুরুষ ও মহিলাদের জন্য নিউইয়র্ক সিটি অসহনীয় উল্লেখ করে তিনি বলেন, গত পাঁচ বছরে ৫ লাখ মানুষ নিউইয়র্ক সিটি ছেড়ে চলে গেছে। তারা এখানে বসবাস করতে পারছেন না। এটি অন্যায়।
যদিও তিনি সিটির ক্রয়ক্ষমতার সমস্যা মোকাবেলায় অন্যান্য পরিকল্পনা প্রকাশ করেছিলেন। তবে তার মূল আলোচনার বিষয় ছিল ন্যূনতম মজুরি বৃদ্ধির বিষয়টি। পাশাপাশি ক্যুমো সাশ্রয়ী মূল্যের আবাসনের অভাবের বিষয়টিও তুলে ধরেন।
তিনি বলেন, নিউইয়র্ক সিটি সমস্যায় রয়েছে। আপনি উদ্বেগ, হতাশার মধ্যে এটি অনুভব করতে পারেন।
মি. ক্যুমোর পরিকল্পনা হলো- আগামী দশকে ৫ লাখ সাশ্রয়ী মূল্যের আবাসন ইউনিট তৈরি করা। তবে ক্যুমো উল্লেখ করেছেন যে, কর্মজীবী পরিবারগুলোর ‘কেবল আবাসনের চেয়েও বেশি কিছু প্রয়োজন’।
তিনি আরো বলেন, আমাদের বিনামূল্যে প্রাথমিক শিশু যত্ন প্রদান করতে হবে, আমাদের কর কমাতে হবে, আমাদের তাদের পরিবহন খরচ সহায়তা পেতে হবে।
ক্যুমো বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অর্থনৈতিক বিলে মেডিকেইড ও ফুড স্ট্যাম্প প্রোগ্রামে বাজেট কাটছাঁটের কথা বলা হয়েছে- তার তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, ওয়াশিংটন শ্রমজীবীদের পাশে নেই, তাই আমাদেরই নিজেদের রক্ষা করতে হবে।
ক্যুমোর পক্ষে ইউনিয়নের সমর্থন : ইউনাইটেড ফুড অ্যান্ড কমার্শিয়াল ওয়ার্কার্স ইন্টারন্যাশনাল ইউনিয়ন, টঋঈড ১৫০০, খুচরা, পাইকারি এবং ডিপার্টমেন্ট স্টোর ইউনিয়ন (জডউঝট) এবং অ্যামালগামেটেড ট্রানজিট ইউনিয়ন (অঞট)-এর একটি শাখার প্রতিনিধিরা ক্যুমোর প্রতি তাদের সমর্থন ঘোষণা করার জন্য সমাবেশে উপস্থিত ছিলেন।
তাদের সমর্থন পেয়ে নিউইয়র্ক রাজ্যের সাবেক গভর্নর বলেন, এই অনুমোদন পেয়ে আমি সম্মানিত বোধ করছি। আমাদের ঘরে ইউনিয়ন নেই, আমাদের ঘরে একটি আন্দোলন আছে।